সাফ চ্যাম্পিয়নশিপ শেষে দেশে ফিরছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ অংশগ্রহণ শেষে আজ দেশে ফিরছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দল। টুর্নামেন্টের অভিজ্ঞতা অর্জনের পর ভারতের মাটিতে সফলভাবে মিশন শেষ করে তরুণ ফুটবলাররা আজ বিকেল ৫টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব বিষয়টি নিশ্চিত করে জানান, “সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ অংশগ্রহণ শেষে ভারত থেকে ফিরছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দল। আজ বিকেল ৫:০০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেখান থেকে দলটি সরাসরি বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে আসবে।”

দলের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে পরিবার, সমর্থক ও ক্রীড়াপ্রেমীদের মাঝে দেখা দিয়েছে উৎসাহ। ভবিষ্যতে এই তরুণদের মধ্যে থেকেই গড়ে উঠবে জাতীয় দলের নতুন প্রজন্ম — এমনটাই আশা করছে দেশের ফুটবলপ্রেমী জনতা।

Exit mobile version