শিরোপাজয়ের লক্ষ্য নিয়ে অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভুটানে গেলেন বাংলাদেশের যুব ফুটবলাররা। বয়সভিত্তিক এই সাফে ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ। যেখানে তাদের সঙ্গী ভারত ও মালদ্বীপ।
২০ সেপ্টেম্বর বাংলাদেশ দলের প্রথম ম্যাচ। সেখানে প্রতিপক্ষ ভারতকে হারিয়ে সাফ শুরুর আশা বাংলাদেশের। গতকাল ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল ও কোচ সাইফুল বারী টিটু।
জয়ের আশা ব্যক্ত করে নাজমুল বলেন, ‘অনূর্ধ্ব-১৬ সাফে ভারতের কাছে ফাইনালে হেরে রানার্সআপ হয়েছিলাম। এবার আমরা নিজেদের শক্তি-দুর্বলতা নিয়ে কাজ করেছি। প্রথম ম্যাচ যেহেতু ভারতের বিপক্ষে, আমরা ওই ম্যাচটা ভালো করলে এগিয়ে থাকব। মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ আমাদের। প্রথম ম্যাচ জিতলে শেষ চারের পথে এগিয়ে যাব আমরা।’