সাবিনা-সুমাইয়া-ঋতুপর্ণার ঝলকে পারো এফসির বড় জয়

এশিয়ান কাপ বাছাই পর্বে মিয়ানমার থেকে ফিরে ক্লান্ত শরীরেই মাঠে নেমেছিলেন বাংলাদেশের নারী ফুটবলাররা। তবে ক্লান্তি যেন ছিল না পারো এফসির পারফরম্যান্সে। সোমবার ভুটানের ঘরোয়া লিগে গেলেফু স্পোর্টস ক্লাবের বিপক্ষে ১২-১ গোলের বিশাল জয় পেয়েছে পারো এফসি, যেখানে গোল উৎসবে মেতে উঠেছিলেন বাংলাদেশি ফুটবলাররা।

দলের হয়ে সর্বোচ্চ চারটি গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন। দুর্দান্ত ফর্মে থাকা সুমাইয়া হ্যাটট্রিক করেন, আর ঋতুপর্ণা ও মনিকা চাকমা একটি করে গোল করেন। বাকি তিন গোল করেন ভুটানের স্থানীয় ফুটবলাররা। এই জয়ে বড় ভূমিকা রাখা সুমাইয়া পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

পুরস্কার পেয়ে সুমাইয়া বলেন, “এই পারফরম্যান্সের কৃতিত্ব পুরো টিমকে দিতে চাই। আমি এই ট্রফি ক্লাবকে উৎসর্গ করছি এবং চেষ্টা করব ধারাবাহিকভাবে ভালো খেলতে।” দলের জয়ে বাংলাদেশি ফুটবলারদের পারফরম্যান্স প্রশংসিত হলেও জাতীয় দলে তাদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে।

বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলার নিয়মিতভাবে সাবিনা, কৃষ্ণা, মাসুরা, সানজিদা ও সুমাইয়ার মতো অভিজ্ঞ খেলোয়াড়দের উপেক্ষা করছেন। অথচ তারা ভুটানে নিয়মিত গোল করছেন এবং ম্যাচসেরা হচ্ছেন। যদিও ভুটান লিগের প্রতিযোগিতা ও মান নিয়ে প্রশ্ন থাকলেও, ফুটবলারদের আত্মবিশ্বাস এবং ধারাবাহিকতা অনস্বীকার্য।

Exit mobile version