লা লিগায় পয়েন্ট টেবিলে শীর্ষস্থান উদ্ধারের সুযোগ হারিয়েছে রিয়াল মাদ্রিদ। তার থেকে বড় বিষয় আবার হারের লজ্জায় ডুবেছে শিরোপা প্রত্যাশী দলটি। অ্যাওয়ে ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচের শুরুতে গোল করেও ২-১ গোলে হেরে গেছে তারা।
এই হারের ফলে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদকে টপকে শীর্ষে আসার যে সুযোগ রিয়াল মাদ্রিদের সামনে ছিল তা তারা হারিয়েছে। বর্তমানে ২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ তৃতীয় স্থানে। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো মাদ্রিদ। দুই মাদ্রিদের মাঝে রয়েছে বার্সেলোনা। ২৫ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৫৪ পয়েন্ট। ফলে তাদের সামনে আবার শীর্ষে ওঠার সুযোগ রয়েছে।
অ্যাওয়ে ম্যাচের শুরু থেকে রিয়াল মাদ্রিদের একচ্ছত্র আধিপত্য ছিল। তারই সুবাদে ম্যাচের বয়স ১০ মিনিট হতে না হতেই তারা এগিয়ে যায়। ব্রাহিম দিয়াজ করেন গোলটি। গোলের রূপকার ছিলেন কিলিয়ান এমবাপ্পে।
শুরুটা ভালো ছিল না রিয়াল বেতিসের। তবে ম্যাচে ঘুরে দাঁড়াতে তারা ভুল করেনি। ৩৪ মিনিটে খেলায় সমতা আনে তারা। রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় ইসকোর করা কর্নার কিকে মাথা ছুঁয়ে গোলটি করেন জনি কারডোসো। এই ইসকোই রিয়াল মাদ্রিদের বড় সর্বনাশটা করেন দ্বিতীয়ার্ধে। এ অর্ধের নবম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে জয় এনে দেন তিনি। তার এ গোল রিয়াল মাদ্রিদকে হতাশায় ডুবিয়ে দেয়।