চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে সালজবুর্গকে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠের খেলায় বর্তমান চ্যাম্পিয়নরা ৫-১ গোলে জয় পেয়েছে। দুই ব্রাজিলিয়ান রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়র জোড়া গোল করেছেন। রিয়ালের হয়ে অন্য গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে।
এ জয়ের ফলে ৭ ম্যাচ থেকে ১২ পয়েন্ট পয়েন্ট নিয়ে ষোলোতম স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। সালজবুর্গ রয়েছে প্রায় তলানিতে। ৭ খেলায় ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা।
ম্যাচ হারলেও শুরুতে রিয়াল মাদ্রিদকে বেশ চাপের মুখে রেখেছিল সালজবুর্গ। তবে রিয়াল মাদ্রিদ ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে থাকে। দুই ব্রাজিলিয়ানের পাশাপাশি জুডে বেলিংহাম দারুণভাবে খেলা নিয়ন্ত্রণ করে। তারই ধারাবাহিকতায় তারা একের পর এক গোল করে। প্রথমার্ধে দুই গোলের পর দ্বিতীয়ার্ধে করে তিন গোল। প্রথম দুই গোল রদ্রিগোর। শেষের দুই গোল ভিনিসিয়ুস জুনিয়রের। আর মাঝের গোলটি করেন এমবাপ্পে।
ম্যাচের ২৩ মিনিটে দারুণ এক আক্রমণে গোলের সূচনা করেন রদ্রিগো। গোল পেয়ে রিয়াল মাদ্রিদ অন্য এক দলে পরিণত হয়। আক্রমণের ঝড় বইয়ে দেয় তারা। ৩৪ মিনিটে আবার স্কোরশিটে নাম লেখান রদ্রিগো।
বিরতির পর সালজবুর্গকে আর সুযোগই দেয়নি রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধের শুরুতেই সালজবুর্গ গোলরক্ষকের পা থেকে বল কেড়ে নিয়ে এমবাপ্পে দলের হয়ে তৃতীয় গোল করেন। এবপর দৃশ্যপটে আসেন ভিনিসিয়ুস জুনিয়র। ৫৫ ও ৭৭ মিনিটে দুই গোল করেন তিনি।