এক দফা এক দাবি ‘সালাউদ্দিন, কিরণের পদত্যাগ’। আজ ‘শনিবার) সকাল থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ‘বাফুফে’ ভবনের সামনে এই স্লোগানে উত্তাল। জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও সংগঠক কামরুন নাহার ডানার নেতৃত্বে বেশ কিছু সাবেক নারী ফুটবলার বাফুফে ভবনের সামনে এই দাবিতে অবস্থান নেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন পতন হয় স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের। রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই দাবি আরো জোরালো হয়েছে।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সদস্য মাহফুজা আক্তার কিরণের পদত্যাগ চায় ফুটবল সমর্থকদের সংগঠন। ইতিমধ্যে সালাম মুর্শেদী পদত্যাগ করেছেন।