সালাহ’র জোড়া গোলে নিরাপদ দূরত্বে লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগ

গোলের পর সালাহ

ইংলিশ প্রিমিয়ার লিগ শেষ হতে এখনো ঢের সময় বাকি। তবে শিরোপা জয়ের উৎসব এখনই করতে পারে লিভারপুল। শনিবার রাতে নিজেদের মাঠের খেলায় সাউদাম্পটনকে হারিয়ে সেই সম্ভাবনা আরো উজ্জ্বল করেছে। মোহাম্মস সালাহ’র জোড়া গোলে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে লিভারপুল।

সাউদাম্পটনের বিপক্ষে জয়ের মাঝ দিয়ে ২৯ ম্যাচ থেকে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। দ্বিতীয় স্থানে আর্সেনাল। তবে দুই দলের মধ্যে পার্থক্য বিস্তর। ১৬ পয়েন্ট পিছিয়ে আর্সেনাল। ৫৪ পয়েন্ট তাদের। তবে তাদের হাতে এখনো দুটো ম্যাচ বাকি।

স্বস্তির জয় হলেও ম্যাচটা লিভারপুলের সমর্থকদের জন্য মোটেও তা ছিল না। কেননা প্রথমার্ধের ইনজুরি সময়ের গোলে সাউদাম্পটন এগিয়ে গিয়েছিল। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয়েছিল লিভারপুলকে। তবে বিরতির পর বেশি সময় এই গোলের ভার বইতে হয়নি তাদের। ডারউইন নুনেজ ৫১ মিনিটে গোল করে খেলায় সমতায় ফেরান। মাত্র চার মিনিট পর পেনাল্টি থেকে সালাহ গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন। ম্যাচের শেষ বাঁশি বাজার দুই মিনিট আগে আবার পেনাল্টি থেকে গোল করেন সালাহ।

Exit mobile version