সিঙ্গাপুর ফুটবল দল এখন ঢাকায়

বাংলাদেশের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্ব খেলতে রাতে ঢাকায় এসেছে সিঙ্গাপুর ফুটবল দল। রাত সাড়ে ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায় সফরকারীরা। পরে বিমান বন্দর থেকে হোটেল সোনারগাঁওয়ে চলে যায় সিঙ্গাপুর ফুটবল দল।

আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ম্যাচের আগের দিন অর্থাৎ ৯ তারিখ তারা ম্যাচ ভেন্যুতে এক ঘন্টা অনুশীলনের সুযোগ আগে। এর আগে আজ তারা অনুশীলন করবে উত্তরার আমর্ড পুলিশ ব্যাটালিয়ন এর মাঠে। বিকাল চারটা থেকে সাড়ে ৬টা পর্যন্ত তারা অনুশীলন করবে।

Exit mobile version