নারী ফুটবল নিয়ে সমস্যা ক্রমেই যেন জটিল হচ্ছে। সিনিয়র ফুটবল ও কোচ পিটার বাটলারের মধ্যে সমস্যা সমাধান না হয়ে সংকট যেন বাড়ছে। নিজেদের পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার সিনিয়র খেলোয়াড়রা অনুশীলনে আসেননি। তাদের ছাড়াই বাটলার উপস্থিত ১৩ ফুটবলার নিয়ে অনুশীলন করেছেন। দুপুরে জিমে উপস্থিত খেলোয়াড়ের সংখ্যা ওছিল ১৩।
সিনিয়রদের অনুশীলনে না আসা নিয়ে কোচের যেনো কোনো উদ্বেগ নেই। সিনিয়র খেলোয়াড়রা অনুশীলন বর্জন নিয়ে কোচ বলেছেন, এ বিষয়ে ধারণা নেই। কোনো আগ্রহও নেই। আমার কাজ যারা অনুশীলনে আসবে তাদের নিয়ে কাজ করা। আমি সেটিই করে যাচ্ছি।’
কোচ আরও বলেন, অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড় অনুশীলনে যোগ দিচ্ছে। আমি আশা করি সামনে তারা দেশের জন্য লড়বে।
এদিকে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেন, ফুটবল ও দেশের স্বার্থে আমি সিনিয়র খেলোয়াড়দের অনুশীলনে ফিরতে অনুরোধ করেছি।’