সিয়েটলের বিপক্ষে মেসিদের প্রতিশোধ

মেজর সকার লিগ

কয়েকদিন আগে লিগস কাপের ফাইনালে সিয়েটল সাউন্ডার্সের কাছে বিধ্বস্ত হয়েছিল ইন্টার মায়ামি। হেরেছিল ৩-০ গোলে। প্রথম সুযোগেই সেই হারের প্রতিশোধ নিল মায়ামি। মেজর সকা লিগে গতরাতে সেই সিয়াটলকে হারিয়েছে ৩-১ গোলে। মেসি এক গোল করেছেন, অন্য এক গোলের রূপকার ছিলেন।

নিজেদের মাঠের এ খেলায় ১২ মিনিটের সময় ইন্টার মায়ামি প্রথম গোলের দেখা পায়। মেসির তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে ইহোর্দি আলবা দলকে এগিয়ে নেন। মেসি ব্যবধান দ্বিগুন করার সুযোগ পেয়েছিলেন ২৮ মিনিটে। কিন্তু তার শট পোস্টে লেগে বাইরে চলে যায়। তবে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ৪১ মিনিটে গোল পেয়ে যান তিনি। আলবার তৈরি করার সুযোগ থেকে ব্যবধান দ্বিগুন করেন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে ইন্টার মায়ামি তৃতীয় গোলের দেখা পায়। রদ্রিগো দি পলের করা কর্নার কিক খুঁজে পায় ইয়ান ফ্রে’র মাথা। তার মাথা ছুয়ে বল সিয়টলের জাল খুঁজে নেয়।

সিয়েটল একটা গোল পরিশোধ করে ৬৯ মিনিটে। মেক্সিকান তারকা ওবেদ ভার্গাস ব্যবধান কমানোর গোলটি করেন।

এ ম্যাচে মাঠে ছিলেন না লুইস সুয়ারেজ। লিগস কাপের ফাইনালে প্রতিপক্ষের এক কর্মকর্তার দিকে থুথু মারায় ঘটনায় তিন ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করছেন তিনি।

Exit mobile version