সেরি আ’তে পয়েন্ট টেবিলের শীর্ষে আসার সুযোগ হাতছাড়া করেছে ইন্টার মিলান। রোববার রাতে অ্যাওয়ে ম্যাচে তারা জুভেন্টাসের কাছে ১-০ গোলে হেরে গেছে। ফ্রান্সিসকো কনসেকাও একমাত্র গোলটি করেন।
আগের রাতে শীর্ষে থাকা নাপোলি ল্যাজিওর সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল। তাদের এই ড্র ইন্টার মিলানের সামনে শীর্ষে ওঠার সুযোগ করে দিয়েছিল। কিন্তু ইন্টার মিলান সেই সুযোগ হারিয়েছে। ২৫ ম্যাচে থেকে ৫৪ পয়েন্ট নিয়ে সেই দুইয়ে তারা। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলো নাপোলি। ৪৬ পয়েন্ট নিয়ে জুভেন্টাস উঠে এসেছে চতুর্থ স্থানে।
একদিকে ইন্টার মিলানের শীর্ষে ওঠার সুযোগ, অন্যদিকে জুভেন্টাসের চতুর্থ স্থানে উঠে আসার হাতছানি। দুইয়ে মিলে শুরু থেকেই ম্যাচটা জমজমাট হয়ে উঠেছিল। যার ফলে উভয় দলই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু উভয় দল সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। ইন্টার মিলানের লাউতারো মার্টিনেজ সহজ এক সুযোগ বারের ওপর দিয়ে বাইরে পাঠিয়ে দেন।
শেষ পর্যন্ত ফ্রান্সিসকো কনসেকাও স্কোরশিটে নাম লেখান। ৭৪ মিনিটে তার করা গোলে গ্যালারি হাজির দর্শকেরা আনন্দে ফেটে পড়ে। পরের মিনিটেই আবার গোলের সুযোগ পেয়েছিল জুভেন্টাস। এবার টেনুর শট রুখে দেন ইন্টার মিলানের গোলরক্ষক। ফলে এক গোলে জয় নিয়ে মাঠ ছাড়তে হয় জুভেন্টাসকে ।