ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে এক পাগলাটে ম্যাচ উপভোগ করেছে সমর্থকরা। লন্ডন স্টেডিয়ামে অনুষ্ঠিত ওয়েস্ট হাম-আর্সেনাল ম্যাচে গোলের বাঁশি বাজাতে বাজাতে নাকাল অবস্থা রেফারির। ম্যাচে ৭ গোল হয়েছে। সাত গোলই প্রথমার্ধে। ম্যাচে আর্সেনাল জয় পায় ৫-২ গোলে। এ নিয়ে গত তিন ম্যাচে আর্সেনাল ১৩ গোল করার কৃতিত্ব দেখাল।
এ জয়ের ফলে আর্সেনাল পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ১৩ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ২৫। লিভারপুল ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে সবার উপরে।
৩৬ মিনিটের মধ্যে আর্সেনাল ৪ গোলে এগিয়ে গিয়েছিল। গ্যাব্রিয়েল মাগালহায়েস, লিন্দ্রো ট্রোসার্ড, মার্টিন ওডেগার্ড ও কাই হাভার্টজ গোল করেন। প্রথমার্ধের ইনজুরি সময়ে আর্সেনালের হয়ে পঞ্চম গোলটি করেন বুকায়ো সাকা। পেনাল্টি থেকে গোলটি করেন তিনি। আর্সেনালের এটা ছিল দ্বিতীয় পেনাল্টি গোল। ওডেগার্ডের করা গোলটিও ছিল পেনাল্টি থেকে পাওয়া। এর আগে অ্যারন ও এমারসনের করা গোলের সুবাদে ব্যবধান কমিয়েছিল ওয়েস্ট হাম।
ইংলিশ প্রিমিয়ার লিগে এ নিয়ে চতুর্থবারের মতো প্রথমার্ধে সাত গোলের ম্যাচ দেখলো দর্শকেরা। সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ২০১২ সালে।
ম্যাচে আর্সেনালের গোল উৎসব দেখে স্মৃতির আয়নায় অনেকেই গত মৌসুমে ফিরে গিয়েছিলেন। সে সময়ও আর্সেনাল ওয়েস্ট হামকে গোল বন্যায় ভাসিয়েছিল। ৬-০ গোলে জয় পেয়েছিল ক্লাবটি। এবারের প্রথমার্ধ শেষে অনেকেই আরো গোলের প্রত্যাশা করছিলেন। শেষ পর্যন্ত তা আর হয়নি।