সেই জুডে বেলিংহাম। ক্যারিয়ারের প্রথম এল ক্ল্যাসিকো নিয়ে উত্তেজনায় টগবগ করে ফুটছিলেন। বার্সেলোনার বিপক্ষে প্রথম লড়াই হলেও নার্ভাস ছিলেন না। ম্যাচের আগে এমনটাই জানিয়েছিলেন এ ইংলিশ তরুণ।
শনিবার এল ক্ল্যাসিকোতে সেটাই প্রমাণ করলেন বেলিংহাম। জোড়া গোল করেছেন তিনি। আর তাতেই পিছিয়ে পড় পরও ২-১ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ৬৮ মিনিটে এবং ৯২ মিনিটে গোল দুটো করেন তিনি। এর আগে বার্সেলোনার হয়ে ষষ্ঠ মিনিটে গোল করেছিলেন ইলকে গুনডোগান।
এ ম্যাচে জোড়া গোল করে বেলিংহাম তার জাতটা ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। বরুশিয়া ডর্টমুন্ড থেকে রিয়ালে যোগ দেওয়ার পর থেকেই গোলের সঙ্গে যেনো মিতালি করেছেন এই ইংলিশ স্ট্রাইকার। রিয়ালের হয়ে তার গোলের সংখ্যা দাঁড়ালো ১৩ ম্যাচে ১৩ গোল। লা লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকায় নিজের অবস্থানকে আরো সংহত করেছেন এই ইংলিশ।
২০১৯ সালের পর জাভির অধীনে গত বছর লিগ শিরোপা জয় করেছিল বার্সেলোনা। এ বছর এ ম্যাচের আগ পর্যন্ত তারা একমাত্র দল হিসেবে অপরাজিত ছিল। কিন্তু আজ নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদের কাছে সেই অপরাজিত তকমাটা হারালো। এই হারের ফলে রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্টর ব্যবধানে বেড়ে চার হলো।
হারের পর বার্সেলোনা অবশ্য নিজেদের দুর্ভাগা ভাবতে পারে। এমনিতেই লম্বা একটা সময় এগিয়ে থাকায় জয়টা তাদের আয়ত্তে এসে গিয়েছিল। তাছাড়া দুইবার তাদের শট পোস্টে লেগে ফিরে আসে।
এ জয়ের ফলে পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের অবস্থান দৃঢ় হলো। ১১ ম্যাচ শেষে ২৮ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে। তৃতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ২৪। দ্বিতীয় স্থানে রয়েছে জিরোনা। ১১ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ২৮। রিয়াল মাদ্রিদ ও জিরোনার পয়েন্ট সমান হলে গোল পার্থক্যে এগিয়ে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার কাছে এখন তৃতীয় স্থানটাও নিরাপদ মনে হচ্ছে না। কেননা অ্যাতলেতিকো মাদ্রিদ তাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। মাত্র দুই পয়েন্ট পিছিয়ে অ্যাতলেতিকো মাদ্রিদ। অথচ অ্যাতলেতিকো মাদ্রিদ দুটো ম্যাচ কম খেলেছে।
