প্রতিশোধ নিল ব্রাজিল। দুই বছর আগে এক প্রীতি ম্যাচে সেনেগালের কাছে বিধ্বস্ত হয়েছিল ব্রাজিল। দুই বছর ব্যবধানে আরেক প্রীতি ম্যাচে সেই হারের প্রতিশোধ নিল বিশ্বকাপে বিশ্ব ফুটবলে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হওয়া দলটি। শনিবার আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যচে ২-০ গোলে জয় পেয়েছে ব্রাজিল। এস্তেভাও ও কাসেমিরো গোল দুটো করেন।
দুই বছর আগে সেনেগালের কাছে ৪-২ গোলে হেরেছিল। এবারের জয়ের মাঝ দিয়ে আফ্রিকান দলটির বিপক্ষে প্রথম জয়ের দেখা পেল ব্রাজিল। এছাড়া কোচ কার্লো আনচেলোত্তির অধীনে ব্রাজিলের জয়ের সংখ্যা আরো একটা বাড়লো। নতুন কোচের অধীনে সাত ম্যাচে চতুর্থ জয় এটি।
এবারের জয়ের মাঝ দিয়ে আফ্রিকান দলের বিপক্ষে ব্রাজিলের আতঙ্ক কিছুটা হলেও দূর হলো। এর আগে মরক্কো ও ক্যামেরুনের কাছে হারে ব্রাজিল।
ম্যাচে শুরু থেকেই মাঠে দাপট দেখায় কার্লো আনচেলোত্তির দল। এস্তেভাও, মাতেউস কুনিয়া, রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে গড়া আক্রমণভাগ শুরু থেকেই সেনেগালকে চেপে ধরে। তার ফল পেতে খুব একটা সময় অপেক্ষা করতে হয়নি। ২৮তম মিনিটে এস্তেভাও দারুণ এক শটে দলকে এগিয়ে নেন। জাতীয় দলের হয়ে দশম ম্যাচে চতুর্থ গোলের দেখা পেলেন তিনি।
দ্বিতীয় গোল পেতে ব্রাজিলকে খুব একটা অপেক্ষায় থাকতে হয়নি। ৩৫তম মিনিটে কাসেমিরো করেন দ্বিতীয় গোল। রদ্রিগোর নেওয়া ফ্রি কিক থেকে বাঁকানো শটে গোলটি করেন তিনি।
বিরতির পর সেনেগালের ইলিমান এনদিয়ায়ে ব্যবধান কমানোর দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। তার শট পোস্টের বাইরে আঘাত করে। দুইবারের আফ্রিকান বর্ষসেরা সাদিও মানে ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেননি। ফলে তাকে তুলে নেওয়া হয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















