সেভিয়ায় বিধ্বস্ত বার্সেলোনা

লা লিগা

বার্সেলোনার কোনো সমর্থক এমনটা ভাবতেই পারেনি। পারবেই বা কিভাবে। রবিবার রাতে মাঠে নামার আগে লা লিগায় বার্সেলোনা একমাত্র দল ছিল যারা অপরাজিত অবস্থা মাঠে নেমেছিল। ম্যাচ শেষে আর সে গর্বটা নেই বার্সেলোনার। তারাও এখন পরাজিতের দলে। রবিবার রাতে তারা সেভিয়ার কাছে গোলের ভারে ডুবেছে। একে একে চার গোল হজম করেছে শিরোপা প্রত্যাশী দলটি। বিপরীতে মাত্র একবার প্রতিপক্ষের জালে বল ফেলেছে। ৪-১ গোলে হারের ফলে শীর্ষস্থানে ওঠার সুযোগ হাতছাড়াও করেছে তারা।

বার্সেলোনার এই হারের ফলে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে শিবিরে স্বস্তির বাতাস। বার্সেলোনার হারে তাদের শীর্ষস্থান টিকে রয়েছে। ৮ ম্যাচ শেষে ২১ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ শীর্ষে। ১৯ পয়েন্ট নিয়ে বার্সেলোনা দ্বিতীয় স্থানে। আর ১৬ পয়েন্ট নিয়ে তাদের অনুসরণ করছে ভিয়ারিয়াল।

অ্যাওয়ে ম্যাচে শুরু থেকেই বার্সেলোনা ছিল বাজে অবস্থায়। শুরুতেই পেনাল্টিতে গোল হজম করে পিছিয়ে পড়ে তারা। ১৩ মিনিটে আলেক্সিস সানচেজ পেনাল্টি থেকে গোল করেন। রামোন সানচেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৩৭ মিনিটে বার্সেলোনাকে থমকে দিয়ে সেভিয়া ব্যবধান দ্বিগুন করে।

প্রথমার্ধের ইনজুরি সময়ে মার্কাস রাশফোর্ড ব্যবধান কমিয়ে বার্সেলোনা শিবিরে আশার আলো জালেন। কিন্তু সেই আলো নিভিয়ে দেন রবার্ট লেফানদোভস্কি। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন।

২-১ ব্যবধানে খেলা শেষ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। তেমনই চলছিল ম্যাচ। কিন্তু শেষ মুহুর্তে একের পর এক চমক দেখায় সেভিয়া। ৯০ মিনিটে হোসে অ্যাঞ্জেল কারমোনা এবং ৯৬ মিনিটে আকোর অ্যাডামস গোল করে বার্সেলোনাকে বড় ব্যবধানে হারের লজ্জায় ডোবান।

Exit mobile version