সেরি-আতে মার্টিনেজের শততম গোল; সহজ জয় ইন্টার মিলানের

ইতালিয়ান সেরি-আ লিগ

Soccer Football - Serie A - Lecce v Inter Milan - Stadio Via del mare, Lecce, Italy - February 25, 2024 Inter Milan's Lautaro Martinez scores their first goal REUTERS/Alberto Lingria

সেরি-আ’তে একচ্ছত্র আধিপত্য দেখাচ্ছে ইন্টার মিলান। একের পর এক জয়ে বিশতম লিগ শিরোপা জয়ের দিকে এগিয়ে যাচ্ছে তারা। রোববার রাতে অধিনায়ক লাউতারো মার্টিনেজের জোড়া গোলে লিসকে ৪-০ গোলে হারিয়েছে নেরাজ্জুরিরা। অ্যাওয়ে ম্যাচের এ জয়ে ইন্টার মিলান পয়েন্ট টেবিলের অবস্থানটা আরও পোক্ত করেছে। ইন্টারের হয়ে অন্য দুই গোল করেছেন ডেভিড ফ্রাতেসি ও স্টেফান ডি ভ্রিজ।

এ ম্যাচে লাউতারো মার্টিনেজ একটা মাইলফলকে পৌঁছেছেন। সেরি-আ’তে শততম গোল করেছেন। ১৫ মিনিটের সময় তার করা গোলটি ছিল সিরি ‘এ’ তে তার গোলের শতক। আর দ্বিতীয় গোল করে ইতালির শীর্ষ ফুটবল লিগে নিজের কীর্তিকে ছাপিয়ে গেছেন আর্জেন্টাইন এই ফুটবলার। এবারের লিগে এটি ছিল তার ২২তম গোল। এ নিয়ে তিনি টানা তৃতীয়বারের মতো লিগে ২১ বা তার বেশি গোল করার কীর্তি দেখালেন বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড।

২০২১-২২ মৌসুমে ৩৫ ম্যাচে ২১ গোল করেছিলেন মার্টিনেজ। গত মৌসুমে ৩৮ ম্যাচে করেছিলেন ২১ গোল। আর এবার এ পর্যন্ত ২৩ ম্যাচে করেছেন ২২ গোল।

এ ম্যাচে জয়ের মাঝ দিয়ে নতুন এক কীর্তি গড়েছে ইন্টার মিলান। প্রথমবারের মতো অ্যাওয়েতে টানা ২০ ম্যাচে গোল করার কীর্তি গড়েছে দলটি। আগামী বুধবার ইন্টার মিলান পরবর্তী ম্যাচে মাঠে নামবে। এ ম্যাচের তাদের প্রতিপক্ষ আটালান্টা।

Exit mobile version