একের পর এক পয়েন্ট হারিয়ে পথ হারিয়েছিল ইন্টার মিলান। সেরি আ’র শিরোপা লড়াই থেকে ছিটকে পড়ার অবস্থায় পৌঁছেছিল। তবে রোববার রাতে তোরিনোকে হারিয়ে ইন্টার মিলান আবার শিরোপা জয়ের সম্ভাবনা তৈরি করেছে। সেরি আ’তে ফিরে এসেছে উত্তেজনা। একদিকে ইন্টার মিলানের জয় অন্যদিকে শীর্ষে থাকা নাপোলির পয়েন্ট হারানোর কারণে ফিরেছে এই প্রতিদ্বন্দ্বিতা। ইন্টার মিলান ২-০ গোলে হারিয়ে তোরিনোকে। অন্যদিকে নাপোলি ২-২ করে জেনোয়ার সঙ্গে ড্র করেছে।
তোরিনোর বিপক্ষে জয়ের ফলে ৩৬ ম্যাচ শেষে ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে নাপোলির সংগ্রহ ৭৮ পয়েন্ট। অন্য দলগুলো পিছিয়ে থাকায় সেরি আ’র লড়াই এখন নাপোলি ও ইন্টার মিলানের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে।
বার্সেলোনাকে হারিয়ে ইন্টার মিলান উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছেছে। শিরোপা লড়াইয়ে তারা প্যারিস সেন্ত জার্মেইয়ের মুখোমুখি হবে তারা। সে কারণেই তোরিনোর বিপক্ষে ম্যাচে একাধিক নিয়মিত খেলোয়াড়দের বিশ্রাম রাখে। অধিনায়ক লাউতারো মার্টিনেজ, গোলরক্ষক ইয়ান সোমার ও মিডফিল্ডার ডেভিড ফ্রাত্তেসি শুরুর একাদশে ছিলেন না।
অন্য ম্যাচে নাপোলি নিজেদের মাঠের খেলায় এগিয়ে গিয়েও জয় পায়নি। উভয় দল উভয়ার্ধে একটি করে গোল পায়। নাপোলির হয়ে রোমেলু লুকাকু ও গিয়াকোমো রাসপাদরি গোল করেন। জেনোয়ার হয়ে গোল করেন হোয়ান ভাসকুয়েজ। অন্য গোলটি ছিল আত্মঘাতি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















