সৌদি আরবও বিদায়ের পথে

অনুর্ধ্ব-২০ যুব বিশ্বকাপ

ফ্রান্সকে হারানোর পর যুক্তরাস্ট্রের খেলোয়াড়রা

অনুর্ধ্ব-২০ যুব বিশ্বকাপ ফুটবলে আধিপত্য করে চলেছে জাপান। ‘এ’ গ্রুপে তারা নেতৃত্ব দিচ্ছে। কিন্তু এশিয়ার অন্য দলগুলোর অবস্থা নাজুক। অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও সৌদি আরবের ছিটকে পড়ার অবস্থা। গ্রুপ পর্বের খেলায় গতরাতে সৌদি আরব নাইজেরিয়ার কাছে হেরে গেছে। এই হার তাদেরকে বিশ্বকাপ থেকে বাড়ি ফেরার পথ তৈরি করে দিয়েছে। দুই ম্যাচের দুটোতে হেরে সৌদি আরব ‘এফ’ গ্রুপে সবার নিচে অবস্থান করছে। ‘বি’ গ্রুপে দক্ষিণ কোরিয়া দুই ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। অস্ট্রেলিয়ার অবস্থা সৌদি আরবের মতো। দুই ম্যাচ থেকে কোনো পয়েন্টই পায়নি।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সৌদি আরব কলাম্বিয়ার কাছে হেরেছিল। গত রাতে নাইজেরিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগির সম্ভাবনা তৈরি করেও শেষ মুহুর্তের গোলে হেরেছে। ৩-২ গােলে হারা ম্যাচে শেষ গোলের আগ পর্যন্ত সমানতালে লড়েছে সৌদি আরব। দশম মিনিটে গোল হজমের পর ২১ মিনিটে তারা তা ফিরিয়ে দিয়েছে। ৩৮ মিনিটে আবার গোল হজম করে সৌদি আরব। ৫১ মিনিটে সেই গোল ফিরিয়ে দেয় তারা। তবে ৯৪ মিনিটে পেনাল্টি থেকে নাইজেরিয়ার করা গোল আর ফিরিয়ে দিতে পারেনি।

গত রাতে ‘এফ’ গ্রুপের অন্য ম্যাচে কলাম্বিয়া ও নরওয়ে পয়েন্ট ভাগাভাগি করে পরবর্তী রাউন্ডে খেলা নিশ্চিত করেছে। গোল শূন্য ড্র করেছে। দুই ম্যাচ শেষে উভয় দলের পয়েন্ট ৪।

গত রাতে ‘ই’ গ্রুপের দুই ম্যাচে যুক্তরাষ্ট্র ৩-০ গোলে ফ্রান্সকে হারিয়েছে। আর দক্ষিণ আফ্রিকা নিউ কালেডোনিয়ার জালে গোল বন্যা বইয়েছে। ৫-০ গোলে জয় পেয়েছে তারা।

আজ ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে মিসর চিলির, নিউজিল্যান্ডে জাপানের মুখোমুখি হবে। ‘বি’ গ্রুপে পানামা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে। এছাড়া প্যারাগুয়ের প্রতিপক্ষ ইউক্রেন।

Exit mobile version