বিশ্বকাপ ফুটবলের সঙ্গে অ্যালকোহলের সম্পর্কটা বেশ ইতিবাচক। খেলার বাইরে বিভিন্ন দেশ থেকে আসা দর্শকদের অনেকটা সময় কাটে পানশালায়। সেখানে অ্যালকোহলের থাকে ছড়াছড়ি। তবে ২০৩৪ বিশ্বকাপে সে সুযোগ থাকছে না। দর্শকদের জন্য দুঃসংবাদ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। বুধবার দেশটির রাষ্ট্রদূত জানিয়েছেন, বিশ্বকাপে অ্যালকোহল পানের কোনো সুযোগ থাকবে না।
প্রিন্স খালিদ বিন বান্দার আল সৌদ বলেন, বিশ্বকাপ উপলক্ষে যারা সৌদি আরব আসবেন তাদেরকে অবশ্যই দেশের নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। বিশ্বকাপের সময় কোথাও অ্যালকোহল বিক্রি হবে না। এমনকি হোটেলেও না।
২০২২ কাতার বিশ্বকাপেও অ্যালকোহল নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছিল। বিশ্বকাপ শুরুর মাত্র দুইদিন আগে আইনে পরিবর্তন এনে অ্যালকোহল বিক্রি শুরু হয়েছিল। হোটেলে এবং নির্ধারিত পার্কে অ্যালকোহল পাওয়া যেত।
গে সমর্থকরা বিশ্বকাপ উপভোগ করতে সৌদি আরবে আসতে পারবে কিনা সে বিষয়ে খালিদ বিন বান্দার বলেন, এটা সৌদি আরবের ইভেন্ট নয়, এটা বিশ্বকাপ। এখানে সবাইকে স্বাগত জানানো হবে।
