ক্রিশ্চিয়ানো রোনালদোর সৌদি ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর সৌদি ফুটবল অন্য এক উচ্চতায় পৌঁছেছে। অনেকেই এখন নিয়মিত সৌদি ফুটবলের খোঁজখবর রাখেন। সৌদি ফুটবল নিয়ে আলোচনাও হয়। সেই আলোচনার অংশ হতে এবার মরুর দেশে ছুটছেন সেরি আ’র গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা মাতেও রেতেগুই। আটালান্টার এই ইতালিয়ান স্ট্রাইকার যোগ দিচ্ছেন আল কাদশিয়াতে।
২৬ বছর বয়সী মাতেও চার বছরের জন্য কাদশিয়ার সঙ্গে চুক্তি করেছেন। এ জন্য আল কাদশিয়াকে ৫৬ মিলিয়ন পাউন্ড গুনতে হচ্ছে।
রেতেগুই মূলত আর্জেন্টাইন। কিন্তু তিনি ইতালির হয়ে প্রতিনিধিত্ব করে আসছেন। গত বছর তিনি জেনোয়া থেকে আটালান্টায় যোগ দেন। ৩৬ ম্যাচে ২৫ গোল করেন। তার দল লিগে তৃতীয় হয়।
আর্জেন্টিনার হয়ে যুব দলে খেললেও ইতালির হয়ে সিনিয়র দলে খেলা শুরু করেন তিনি। ২০২৩ সালে ইতালির হয়ে প্রথম মাঠে নামেন। ইংল্যান্ডের বিপক্ষে সে ম্যাচে তার দল ২-১ গোলে হারলেও মাতেও ছিলেন উজ্জ্বল। ইতালির হয়ে একমাত্র গোলটি করেন তিনি। এরই মধ্যে ২০ ম্যাচে প্রতিনিধিত্ব করে ছয় গোল করেছেন।
গত মৌসুম আল কাদশিয়া সৌদি প্রো লিগে চতুর্থ হয়েছিল। রেতেগুই মূলত বার্সেলোনার সাবেক খেলোয়াড় পিয়েরে ইমেরিক আওবামেয়াংয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন। আওবামেয়াং যোগ দিচ্ছেন ফ্রেঞ্চ লিগে।
