স্কটল্যান্ডের সাথে পিছিয়ে পড়েও সুইজারল্যান্ডের ড্র

ইউরো ২০২৪

ইউরো চ্যাম্পিয়নশিপে ‘এ-গ্রুপে’র ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়া ম্যাচে ১-১ গোলে পয়েন্ট ভাগাভাগি করেছে সুইজারল্যান্ড।এই ড্রয়ে জার্মানির পর দ্বিতীয় দল হিসেবে রাউন্ড অফ সিক্সটিতে জায়গা করে নেয়ার পথে এগিয়ে গেলো সুইজারল্যান্ড।

কোলনের রেইন এনার্জি স্টিডিয়ামে ম্যাচের ১৩তম মিনিটে স্কট ম্যাকটমিনারির গোলে লিড নেয় স্কটল্যান্ড। কিন্তু এই লিড বেশি সময় ধরে রাখতে পারেনি তারা। ২৬তম মিনিটে জেরডান শাকিরির গোলে সমতায় ফেরে নেদারল্যান্ডস। ম্যাচের বাকি সময় কোন গোল না হওয়ায় ১-১ গোলে শেষ হয়।

দুই দলের পয়েন্ট ভাগাভাগির কারণে ‘এ-গ্রুপ’ থেকে দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে রাউন্ড অফ সিক্সটিনে জায়গা করে নিয়েছি স্বাগতিক জার্মানি। দুই ম্যাচে এক জয় ও এক ড্র নিয়ে চার পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থাকা সুইজারল্যান্ড দ্বিতীয় রাউন্ডের পথে এগিয়ে রইলো।

প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ৫-১ ও দ্বিতীয় ম্যাচে হাঙ্গেরিকে ২-০ গোলে হারিয়ে দ্বিতয়ী রাউন্ডের পথে জার্মানি এগিয়ে ছিলো। গ্রুপে দুই ম্যাচে দুই জয়ে ছয় পয়েন্টি নিয়ে টেবিলের শীর্ষ আছে জার্মানরা।

আগামী ২৪ জুন বাংলাদেশ সময় রাত একটায় গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে জার্মানি-সুইজারল্যান্ড ও স্কটল্যান্ড-হাঙ্গেরি। জার্মানদের বিপক্ষে সুইসরা ড্র করতে পারলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে পারবে। আবার সুইজারল্যান্ড যদি হেরে যায় এবং স্কটল্যান্ড জয় পায় তবে দুই দলেরই পয়েন্ট হবে চার করে। সেই ক্ষেত্রে গোল ব্যবধানে এগিয়ে থাকা সুইজারল্যান্ড গ্রুপের দ্বিতীয় দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে চলে যাবে।

Exit mobile version