বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের শিরোপা জয়ের সম্ভাবনা আরো উজ্জ্বল করেছে। শুক্রবার রাতে অ্যাওয়ে ম্যাচে তারা স্টুটগার্টকে ৩-১ গোলে হারিয়েছে।
শুক্রবারের এ জয়ের ফলে বায়ার্ন মিউনিখ ২৪ ম্যাচ থেকে ৬১ পয়েন্ট নিয়ে নিজেদের অবস্থানকে শীর্ষস্থানে সংহত করেছে। তাদের অনুসরণ করে চলেছে বায়ার লেভারকুসেন। ২৩ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৫০। ফলে বড় কোনো অঘটন না ঘটলে বায়ার্ন মিউনিখকে কেউ শিরোপা থেকে দূরে রাখতে পারবে না।
দুর্ভাগ্য স্টুটগার্টের। ম্যাচে তারা প্রথম গোল করেও সুযোগ কাজে লাগাতে পারেনি। ৩৪ মিনিটে অ্যাঞ্জেলো স্টিলার গোল করে স্বাগতিক দর্শকদের আনন্দে ভাসিয়ে দিয়েছিলেন। তবে বেশিক্ষণ তাদের এই আনন্দ স্থায়ী হয়নি। বিরতির আগেই বায়ার্ন সমতা ফিরিয়ে আনে। গোলটি করেন মাইকেল ওলিসে।
বিরতির পর লিও গোরেতকা ৬৪ মিনিটে বায়ার্ন মিউনিখকে ২-১ গোলে এগিয়ে নেন। ম্যাচের শেষ বাঁশি বাজার আগে বায়ার্ন তৃতীয় গোল পায়। কিংসলে কোমান করেন গোলটি। এ গোলের জন্য স্টুটগার্টের জোসা ভ্যাগনোমান নিজেকে ক্ষমা করতে পারবেন না। নিজ দলের গোলরক্ষক আলেক্সান্ডার নুবেলকে বল দিতে চেয়েছিলেন। কিন্তু বলটা পেয়ে যান কিংসলে কোমান। সুযোগটা তিনি নষ্ট করেননি।