নির্ধারিত ৯০ মিনিটের খেলায় কানাডার বিপক্ষে শুরুতে এগিয়ে গেলেও পরে পিছিয়ে যায় উরুগুয়ে। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে (৯০+২) লুইস সুয়ারেজের গোলে সমতায় ফেরে কোপা আমেরিকায় আর্জেন্টিনার সাথে যৌথভাবে সর্বাধিক ১৫বারের চ্যাম্পিয়নরা। পরে টাইব্রেকে ৪-৩ গোলে জয় নিয়ে তৃতীয় হয়ে এবারের টুর্নামেন্ট শেষ করলো উরুগুয়ে।
নর্থ ক্যারোলাইনায় ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে, ম্যাচের ৮ম মিনিটেই লিড নেয় উরুগুয়ে। গোল করেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার রদ্রিগো বেনতানকুর। ২২তম মিনিটে কানাডাকে সমতায় ফেরান আইভরিকোস্টে জন্ম নেয়া ফুটবলার ইসমাইল কোনে। ১-১ গোলে শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের ৮০তম মিনিটে জোনাথন ডেভিডের গোলে ২-১ এ লিড নেয় কানাডা। দ্বিতীয়ার্ধে ডারউউন নুনেজের বদলি হিসেবে খেলতে নামা লুইস সুয়ারেজের শেষ মুহুর্তের গোলে সমতায় ফেরে উরুগুয়ে। ২-২ গোলে খেলা শেষ হওয়ার পর ফলাফল নির্ধারণী টাইব্রেকারে ৪-৩ গোলে জয় তুলে নেয় উরুগুয়ে।
পেনাল্টি শ্যুটআউটে প্রথম শট নেয় কানাডা। জোনাথন ডেভিড সুযোগ কাজে লাগিয়ে কানাডাকে এগিয়ে দেন। উরুগুয়ের পক্ষে ভালভার্দেও গোল করেন। কানাডা তাদের তৃতীয় ও পঞ্চম পেনাল্টি শট মিস করে। বিপরীতে উরুগুয়ে তাদের নেয়া চার শটই কাজে লাগায়। দলটার জয় নিশ্চিত করা শটটি নিয়েছিলেন বর্ষিয়ান ফুটবলার লুইস সুয়ারেজ।