উয়েফা নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সোনাজয়ীদের তালিকায় নাম লেখানোর দারুণ এক সুযোগ পেয়েছিল স্পেন। প্রথমবারের মতো ফাইনালে উঠে শিরোপা জয়ের স্বপ্ন দেখছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত হতাশা তাদের সঙ্গী হয়েছে। টাইব্রেকারে তাদের হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করেছে ইংল্যান্ড। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকার পর টাইব্রেকারে ইংল্যান্ড ৩-১ গোলে জয় পায়।
এবারের জয়ের ফলে ইংল্যান্ড উয়েফা নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তৃতীয় সেরা দল হিসেবে নিজেদের তুলে ধরেছে। জার্মানি ৮ বার শিরোপা জয় করেছে। নরওয়ে দুইবার চ্যাম্পিয়ন হয়েছে। ইংল্যান্ডও দুইবার শিরোপা জয় করেছে, তবে সিলভার ও ব্রোঞ্জ জয়ে তারা পিছিয়ে রয়েছে।
দুর্ভাগ্য স্পেনের। সে বিবেচনায় সৌভাগ্য ইংল্যান্ডের। গ্রুপ পর্বে শতভাগ জয় নিয়ে দ্বিতীয় রাউন্ডে এসেছিল স্পেন। অন্যদিকে পয়েন্ট হারিয়ে গ্রুপ রানার্স আপ হয়েছিল ইংল্যান্ড। তাছাড়া ফাইনাল ম্যাচে ইংল্যান্ড পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরিছে। ২৫ মিনিটের সময় স্পেনের মারিয়ানো কালদেন্তে গোল করে স্পেনকে এগিয়ে নিয়েছিলেন। বিরতির আগে পর্যন্ত স্পেন এই ব্যবধান ধরে রেখেছিল। কিন্তু ৫৭ মিনিটে অ্যালেসিয়া রুশো গোল করে সমতায় ফেরান। বাকি সময়ে কোনো দল আর গোল করতে পারেনি। যদিও স্পেন বেশ কয়েকটা সুযোগ পেয়েছিল কিন্তু তা থেকে তারা সুবিধা আদায় করতে পারেনি।
১৯৮৪ সালে প্রথমবারের মতো উয়েফা নারী চ্যাম্পিয়নশিপ শুরু হয়। প্রথম আসরে সুইডেন টাইব্রেকারে ইংল্যান্ড হারিয়ে শিরোপা জয় করেছিল। তারপর ১২ আসরে আর কোনো ফাইনাল ম্যাচ টাইব্রেকারে গড়ায়নি। প্রথম আসরের পর এবারই প্রথম ফাইনাল টাইব্রেকারে নিষ্পত্তি হলো।
