গত মৌসুমটা ভালো যায়নি পেপ গার্দিওলার। ম্যানসিটির ট্রফি কেসে ট্রফির সংখ্যা বাড়াতে পারেননি। সবক্ষেত্রেই ব্যর্থ হয়েছেন। প্রিমিয়ার লিগে টানা চার মৌসুম শিরোপা জয়ী দলটি এবার তৃতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। চ্যাম্পিয়ন লিভারপুলের চেয়ে সিটি ১৩ পয়েন্ট পিছিয়ে থেকে মৌসুম শেষ করেছে।
শুধু প্রিমিয়ার লিগে নয়- চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপেও ব্যর্থ দলটি। শেষ ষোলোতে পৌঁছানোর আগেই চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হয়েছে তাদের। এফএ কাপে হেরেছে ক্রিস্টাল প্যালেসের কাছে।
এমন পরিস্থিতিতে গার্দিওলার পর আস্থা হারাচ্ছে না ম্যানসিটি। টানা চার লিগ শিরোপা এনে দেওয়া গার্দিওলার ওপর কতটা আস্থা রাখছে তা জানতে একটু পেছনে যাওয়া যাক। গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে ১৩ ম্যাচে মাঠে নেমে ৯ ম্যাচে হেরেছিল ম্যানসিটি। সে সময়ে গার্দিওলার সঙ্গে নতুন করে করে দলটি। কিন্তু তারপরও অবস্থার উন্নতি হয়নি। গার্দিওলা মনে করেন, এই ভরাডুবি যদি রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনায় হতো তাহলে তাকে বিদায় নিতে হতো।
ডিএজেডএনকে দেওয়া এক সাক্ষাতকারে গার্দিওলা বলেন, এ বছর যেমন গেছে এমনটা যদি স্পেনে হতো তাহলে আমি আমার আর দলে থাকা হতো না। বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদে হলে তারা আমাকে ছাটাই করতো। ম্যানসিটি সেই প্রশ্ন ওঠেনি।