মাতিয়াস অলিভেরা ম্যাচের ৬৬ মিনিটে উরুগুয়েকে এগিয়ে দিয়েছিলেন। শেষ পর্যন্ত ওই এক গোলই হয়ে গেলো ম্যাচের ফলাফল নির্ধারণী। স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ১-০ গোলে হারিয়ে ‘সি-গ্রুপে’ ৯ পয়েন্ট নিয়ে এবারের কোপা আমেরিকা ফুটবলের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলো উরুগুয়ে। আর টেবিলের তিনে থেকে গ্রুপেই বিদায় নিলো যুক্তরাষ্ট্র।
উরুগুয়ে ও যুক্তরাষ্ট্র দুই দলই গ্রুপের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করেছিলো। স্বাগতিক যুক্তরাষ্ট্র প্রথম ম্যাচে বলিভিয়াকে ২-০ গোলে হারায়। কিন্তু পাানামার কাছে লিড নিয়ে পরে ২-১ গোলে হেরে যায়। আর উরুগুয়ের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচটায় হারলো ১-০ তে।
উরুগুয়ে প্রথম ম্যাচে পানামাকে ৩-১ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে বলিভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দেয়। তৃতীয় ম্যাচে তো যুক্তরাষ্ট্রকে হারিয়ে দিলো ১-০ গোলে।