স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালে ১৮ ডিসেম্বর মুখোমুখি হচ্ছে বসুন্ধরা কিংস ও দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। ম্যাচ ভেন্যু গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম।
এই নিয়ে তৃতীয়বারের মতো কোন টুর্নামেন্টের ফাইনাল ঢাকার বাইরে অনুষ্ঠিত হচ্ছে। গতবছরই, কুমিল্লা স্টেডিয়ামে স্বাধীনতা কাপের পর, ফেডারেশন কাপের ফাইনাল হয়েছিলো।
একটা সময় দেশের ক্রীড়াঙ্গনে জাগরণের স্বাক্ষি হলেও ঐতিহ্যবাহী মোহামেডান এখন ক্ষয়িষ্ণু এক শক্তি। স্বাধীনতা কাপে সর্বোচ্চ তিন শিরোপা জেতার রেকর্ডটা এখনও তাদেরই। কিন্তু দলটার শেষ শিরোপাটা এসেছে ২০১৪ সালে। এর পর আর এই টুর্নামেন্টের ফাাইনালেই খেলা হয়নি সাদা-কালো জার্সিধারীদের। সব মিলিয়ে দীর্ঘ ৯ বছর পর স্বাধীনতা কাপের ফাইনালে উঠল মতিঝিল ক্লাব পাড়ার দলটি।
ফাইনাল ভেন্যু শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামেই শুক্রবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে, রহমতগঞ্জকে ১-০ গোলে হারায় মোহামেডান। সব শেষ জেতা ট্রফিতে নিশ্চয়ই পড়েছে সময়ের ধুলা। সাফল্য মাখা সেই স্মৃতি ফেরানোর শেষ ধাপে তারা। এখনও দেশের কোটি ফুটবল প্রেমীর হাসি-কান্নার স্বাক্ষি ক্লাবটি। পারবে কি মোহামেডান?
দেশে পেশাদার ফুটবল লিগ, বিপিএল শুরু হয়েছে ২০০৭ সালে। পেরিয়েছে লম্বা সময়। মাঠে গড়িয়েছে ১৫ লিগ। এর মধ্যে করোনা মহামারির কারণে একটি বাতিল হয়েছে। বাকি ১৪টাতে সর্বোচ্চ ছয় শিরোপা গেছে ঢাকা আবাহনীর শো-কেসে। আর টানা চার শিরোপার মালিক বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। কিন্তু একবারও পেশাদার লিগের শিরোপা ছোঁয়া হয়নি মোহামেডানের। যদিও প্রথম তিন আসরে টেবিলের দুইয়ে থেকে মৌসুম শেষ করেছিলো সাদা-কালো জার্সিধারীরা।
সব মিলিয়ে এবারের স্বাধীনতা কাপের ফাইনালে, তাদের সামনে বড় বাধা হয়েই আসছে বসুন্ধরা কিংস। আবির্ভাবের পর থেকেই বড় বাজেটের দল গড়ছে কর্পোরে ক্লাবটি। দেশের ফুটবলাররা সত্যিকার পেশাদারিত্বের সাথে পরিচিতি পেয়েছেন কিংসের হাত ধরেই। দ্বিতীয় সেমিফাইনালে তারা রীতিমতো উড়িয়ে দিয়েছে দেশের আরেক ঐতিহ্যবাহী ঢাকা আবাহনীকে, হারিয়েছে ৪-০ গোলে।
দেশের ফুটবলে আবাহনী-মোহামেডানের লড়াই দেখার চেয়ে সুখের মুহুর্ত আর নেই। কিন্তু বসুন্ধরার কাছে লজ্জার হারে শেষ হয়েছে ঢাকা আবাহনীর এবারের স্বাধীনতা কাপ। গত বছর কুমিল্লায় ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিলো আবাহনী ও মোহামেডান। দুই দলের জমজমাট সেই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছিলো মোহামেডানই।
মাত্রই উড়িষ্যা এফসির কাছে ১-০ গোলের পরাজয়ে এএফসি কাপের গ্রুপ পর্বে বিদায় নিয়ে দেশে ফিরেছে বসুন্ধরা। ফলে তাদের সামনে দু:খ ভোলার মিশন হতে পারে এবারের স্বাধীনতা কাপের ফাইনাল। ১৯৭২ সালে প্রথম মাঠে গড়ানো ফেডারেশন কাপের এটি তেরতম আসর। ১৯৯০ হয়েছিলো দ্বিতীয়টি।
সব মিলিয়ে অনেকটাই অনিয়মিত এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নও কিন্তু বসুন্ধরা। ২০২২ সালে শেখ রাসেলকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিলো তারা। ২০১৮ সালে ফেডারেশন কাপে তাদের প্রথম শিরোপাটি এসেছিলো এই শেখ রাসেলকে হারিয়েই। এবার তাদের সামনে মোহামেডান। যাদের হারাতে পারলে তারাও হয়ে যাবে যৌথভাবে সর্বোচ্চ তিনবার ফেডারেশনকাপজয়ী দল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















