বাছাই পর্ব দিয়ে মাঠে গড়িয়েছে মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপ। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে হচ্ছে বাছাই পর্ব। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১০ দলের সঙ্গে এখান থেকে তিনটি দল স্বাধীনতা কাপের মূলপর্বে যোগ দেবে।
গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া বাছাইপর্বে নিজ নিজ ম্যাচ জিতে মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনী। কমলাপুরে, শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথম ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী ২-০ গোলে হারায় বাংলাদেশ বিমানবাহিনীকে। গোল করেছেন রায়হান ও মিজানুর।
দ্বিতীয় ম্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে ২-০ গোলে জয় পায় বাংলাদেশ নৌবাহিনী। গোল করেন আকাশ ও আবু সাইদ।
দুই ম্যাচের পরাজিত দুই দল বাংলাদেশ বিমানবাহিনী ও ঢাকা বিশ্ববিদ্যালয় সোমবার পরস্পরের বিপক্ষে লড়বে। জয়ীরা তৃতীয় দল হিসেবে উঠবে স্বাধীনতা কাপের মূলপর্বে।
২৭ অক্টোবর শুরু হতে যাওয়া স্বাধীনতা কাপের মূলপর্বে অংশ নেওয়ার কথা ছিল ১৪ দলের। প্রিমিয়ার লিগ থেকে গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব নাম প্রত্যাহার করে নেওয়ায় এখন একটি দল কম নিয়ে হবে টুর্নামেন্ট। ১৩ দল চার গ্রুপে ভাগ করে অংশ নেবে মূলপর্বে।
মৌসুমের প্রথম এই টুর্নামেন্ট হবে চার ভেন্যুতে। রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনা, কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম, মুন্সিগঞ্জের ফ্লা.লে. মতিউর রহমান স্টেডিয়াম ও গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে হবে স্বাধীনতা কাপের মূলপর্বের খেলা।
স্বাধীনতা কাপ শেষ হবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। ২৭ অক্টোবর শুরু হয়ে ৮-১০ দিন পর বিরতিতে যাবে জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প ও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য। এর পর বসুন্ধরা কিংসের এএফসি কাপের জন্য বন্ধ রাখতে হবে স্বাধীনতা কাপ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















