স্বাধীন বাংলা ফুটবল দলের আরও এক কীর্তিমানের মৃত্যু। এ নিয়ে গত পাঁচ মাসে স্বাধীন বাংলা ফুটবল দলের পাঁচ সদস্যকে হারাল বাংলাদেশের ফুটবল ভক্তরা। গত ২৯ জুলাই না ফেরার দেশে চলে যান আমিনুল ইসলাম সুরুজ। এরপর ৮ আগস্ট যুক্তরাষ্ট্রে মারা যান সাইদুর রহমান প্যাটেল।
গত ১৯ সেপ্টেম্বর বিদায় নেন বিমল কর। এরপর ১৮ নভেম্বর মারা গেছেন অধিনায়ক জাকারিয়া পিন্টু। এবার মারা গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের আরেক ফুটবলার ফজলে সাদাইন খোকন। বয়স হয়েছিল ৭২ বছর। স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম খেলোয়াড় ফজলে সাদাইন খোকন গত ০৭ ডিসেম্বর শনিবার বার্ধক্যজনিত রোগের চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর এই আকস্মিক প্রয়াণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গভীর দুঃখ প্রকাশ করছে। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়।
তিনি ১৯৬৮ সালে আজাদ স্পোর্টিং দিয়ে ঢাকার ফুটবলে তাঁর শুরু। ১৯৭০ সালে ওয়ারান্ডার্সে নাম লেখান। এরপর ’৭৪ সালে ওয়াপদা হয়ে ১৯৭৬ সালে যোগ দেন আবাহনীতে।