এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে এবার হংকয়ের হংকংয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ জাতীয় দল। ৯ অক্টোবর ঢাকায় এবং ১৪ অক্টোবর হংকংয়ের মাটিতে ফিরতি ম্যাচ খেলবে জামাল-হামজারা। সে লক্ষ্যে ২৯ সেপ্টেম্বর জাতীয় দলের ক্যাম্প শুরু হচ্ছে। সে ক্যাম্পের জন্য আজ ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।
চলতি বছর ভারতের মাটিতে ম্যাচ দিয়ে শুরু হয় বাংলাদেশ দলের বাছাইপর্ব। শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে বাংলাদেশ ভারতের সাথে গোলশূন্য ড্র করে।
গত ১০ জুন ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় হামজা চৌধুরীরা। এই ম্যাচ ঘিরে বাংলাদেশ দলের অনেক প্রত্যাশা থাকলেও তা ভেস্তে যায়।
বাছাই পর্ব শুরুর আগে ২০২৬ সালে সৌদি আরবে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন ছিলো বাংলাদেশের। কাগজে-কলমে সে সম্ভাবনা থাকলেও পথটা বেশ কঠিন।
হংকংয়ের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচে ইতিবাচক ফলাফলই পারে বাংলাদেশকে এশিয়া কাপের মূলপর্বে নিয়ে যেতে।
২৮ সদেস্যের প্রাথমিক বাংলাদেশ দল:
গোলরক্ষক (৩জন): মিতুল মারমা, মোহাম্মদ সুজন হোসেন ও মোহাম্মদ মেহেদী হাসান শ্রাবণ।
ডিফেন্ডার (৯জন): তপু বর্মন, সাদ উদ্দিন, তারিক কাজী, মেহেদী হাসান, রহমত মিয়া,শাকিল আহাদ তপু, তাজ উদ্দিন, জায়ান আহমেদ ও আব্দুল্লাহ ওমর সজিব।
মিডফিল্ডার (৭জন): মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, জামাল ভূইয়া, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, হামজা চৌধুরী ও শমিত সোম।
স্ট্রাইকার (৯ জন): শেখ মোরছালিন, ফাহামেদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, আল আমীন, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, আরমান ফয়সাল আকাশ ও সুমন রেজা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















