ইলকাই গিন্দোয়ানের বার্সেলোনা ছাড়ার গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরেই। সেই আলোচনার মাঝেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন জার্মানির এই মিডফিল্ডার। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবসরের ঘোষণা দেন ৩৩ বছর বয়সী গিন্দোয়ান।
তিনি বলেন,‘কয়েক সপ্তাহ চিন্তাভাবনার পর এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, আমার জাতীয় দলের ক্যারিয়ার শেষ করার সময় এসেছে। দেশের হয়ে খেলা ৮২ আন্তর্জাতিক ম্যাচের দিকে আমি খুব গর্বের সঙ্গে ফিরে তাকাই-এটি এমন এক সংখ্যা, যা ২০১১ সালে জাতীয় দলের হয়ে অভিষেকের সময় আমি স্বপ্নেও ভাবিনি।’
তিনি জার্মানির হয়ে এক যুগের বেশি সময়ের ক্যারিয়ারে ১৯টি গোল করেছেন গিন্দোয়ান। জার্মানিতে অনুষ্ঠিত সবশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচটি জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ।