হঠাৎ চলে গেলেন জর্জ কস্তা

একের পর এক শোক সহ্য করতে হচ্ছে পর্তুগীজ ক্লাব এফসি পোর্তোকে। গত মাসে চলে গেলেন চলে সাবেক খেলোয়াড় দিয়াগো জতা ও তার ভাই আন্দ্রে সিলভা। এবার চলে গেলেন এফসি পোর্তোর সাবেক ডিফেন্ডার জর্জ কস্তা।

মঙ্গলবার মাত্র ৫৩ বছর বয়সে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা যায়, মঙ্গলবার দুপুর বেলা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। হাসপাতলে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃতু্যতে পোর্তো ক্লাব গভীর শোক প্রকাশ করেছে।

সামাজিক মাধ্যমে পোর্তোর দেওয়া বিবৃতিতে জানা যায়, ক্লাবের অনুশীলন শিবিরে প্রথমে তিনি শারীরিকভাবে অস্বস্তি বোধ করেন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সময় যত গড়াতে থাকে ততই তার অবস্থার অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি।

পোর্তোর হয়ে তিনি আটবার লিগ শিরোপা জয় করেছেন। একবার করে জয় করেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা কাপ ও ইন্টারকন্টিনেন্টাল কাপ। জাতীয় দলের হয়ে খুব বেশি অর্জন নেই কস্তার। সিনিয়র দলের হয়ে প্রাপ্তি শূন্য। তবে অনুর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জয় করেছেন তিনি। জাতীয় দলের হয়ে এ ডিফেন্ডার ম্যাচের ঠিক হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন। গোলও আছে তার নামের পাশে, দুই গোল।

কস্তা ভারতের ইন্ডিয়ান সুপার লিগেও দায়িত্ব পালন করেছেন। মুম্বাই সিটি এফসির কোচ ছিলেন তিনি। তার অধীনে ক্লাবটি ২০১৮ ও ২০২০ সালে যথাক্রমে তৃতীয় ও পঞ্চম হয়েছিল।

Exit mobile version