জাতীয় দলকে আরো একটা স্মরণীয় রাত উপহার দিলেন আর্লিং হালান্ড। উয়েফা নেশনস লিগে রবিবার রাতে নিজেদের মাঠে কাজাখস্তানকে ৫-০ গোলে হারিয়েছে নরওয়ে। হ্যাটট্রিক করেছেন হালান্ড।
এ জয়ের ফলে বি-থ্রিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে নরওয়ে। পেয়েছে নেশন্স লিগের শীর্ষ পর্যায়ে খেলার ছাড়পত্র। ৬ ম্যাচ থেকে নরওয়ের সংগ্রহ ১৩ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রিয়ার পয়েন্ট ১১।
দুর্ভাগ্য অস্ট্রিয়ার। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথেই ছিল তারা। স্লোভেনিয়ার বিপক্ষে এক গোলে এগিয়ে থেকে খেলা শেষ করার সম্ভাবনা তৈরি করেছিল। গোল পার্থক্যেও সুবিধাজনক অবস্থায় ছিল। কিন্তু শেষ মুহুর্তে গোল হজমে তারা যেমন জয় থেকে বঞ্চিত হয়েছে তেমনি সরাসরি শীর্ষ লিগে খেলার সুযোগও হারিয়েছে।
ম্যাচে শুরু থেকেই নরওয়ের একচ্ছত্র আধিপত্য ছিল। আর এটাই ছিল স্বাভাবিক। কেননা গ্রুপে সবচেয়ে দুর্বল দল এই কাজাখস্তান। মাত্র এক পয়েন্ট নিয়ে তারা এ ম্যাচে মাঠে নেমেছিল। আর গোল হজমটা তাদের অভ্যাসই বলা যায়। ৬ ম্যাচে তারা ১৫ গোল হজম করেছে। বিপরীতে একটা গোলও করতে পারেনি।
ম্যাচে হ্যাটট্রিকের মাঝ দিয়ে হল্যান্ড ৬ ম্যাচে ৭ গোল করার কৃতিত্ব দেখিয়েছেন। সে সঙ্গে সর্বোচ্চ গোলদাতার তালিকায় নিজেকে নিয়ে গেছেন সবার উপরে। ২৩, ৩৭ ও ৭১ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন হলান্ড।