ইউরোর হাইভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি হচ্ছে শক্তিশালী ফ্রান্স ও বেলজিয়াম। বাঁচা মরার লড়াইয়ে হারলেই বিদায়! এমন সমীকরণে দু’দলেরই লক্ষ্য আক্রমণাত্মক ফুটবল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
বিগ ম্যাচের আগে বড় দুশ্চিন্তায় ফরাসিরা। কারণ দলটি ফরোয়ার্ডদের অফফর্ম। অন্যদিকে ২০১৫ সালের পর ফ্রান্সকে হারাতে পারেনি রেড-ডেভিলস।
এদিকে নিজেদের সবশেষ পাঁচ ম্যাচে মোটে এক গোল হজম করেছে ফ্রান্স। অন্যদিকে ৮ ম্যাচে বেলজিয়াম প্রতিপক্ষের জালে দিয়েছে ১৪ গোল।