হাঙ্গেরিকে সহজেই হারালো সুইজারল্যান্ড

ইউরো ২০২৪

গ্যালোপিং মেজরখ্যাত ফেরেঙ্ক পুসকাসের দেশ হাঙ্গেরিকে ৩-১ গোলে হারিয়ে এবারের ইউরো মিশন শুরু করলো ইউরোপীয় ফুটবলের নতুন পাওয়ার হাউস সুইজারল্যান্ড। ফুটবল বিশ্বে সুইজারল্যান্ডের বেশি পরিচিতি মূলত জুরিখে ফিফার সদর দফতরের কারণে। এখন মাঠের ফুটবলেও তারা শক্তিশালী প্রতিপক্ষ।

ফিফা র‌্যাংকিংয়ে হাঙ্গেরির (২৬) চেয়ে কয়েকধাপ এগিয়ে থাকা সুইজারল্যান্ড (১৯) কোলনের রেইন এনার্জি স্টেডিয়ামে তার প্রতিফলন দেখালো। ম্যাচের প্রথমার্থেই এগিয়ে গেলো ২-০ গোলে। ১২তম মিনিটে কাওয়াদো দুয়াহ স্কোরশিটে প্রথম নাম তোলেন। ৪৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিচেল এবিসচের।

৬৬তম মিনিটে বার্নাভাস ভার্গা ব্যবধান কমিয়ে ম্যাচটা জমিয়ে তোলার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু সমানতালে লড়েও আর গোল পায়নি হাঙ্গেরি। উল্টো ইনজুরির কারণে ম্যাচের যোগ করা সময়ে সুইসদের জয়ের ব্যবধান বাড়িয়ে দেন ব্রিল এমবোলো।

‘এ গ্রুপে’ সুইজারল্যান্ড ও হাঙ্গেরি ছাড়াও আছে স্বাগতিক জার্মানি ও স্কটল্যান্ড। বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে সুইজার‌ল্যান্ড। একই দিন হাঙ্গেরি খেলবে জার্মানির বিপক্ষে।

Exit mobile version