বয়স চল্লিশ পার হয়েছে। এ বয়সে অনেকেই খেলা ছেড়ে কোচিং পেশায় নেমেছেন। ক্রিশ্চিয়ানো রোনালদো কোচিং পেশায় নামবেন কিনা তা সময়ই বলে দেবে। তবে একটা বিষয় নিশ্চিত যে, সহসাই তিনি মাঠ ছাড়ছেন না। তার বিশ্বাস ফুটবলকে দেওয়ার মতো অনেক কিছুই তার কাছে জমা রয়েছে। শুধু তাই নয়, তরুণ খেলোয়াড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো সামর্থ্যও রয়েছে বলে তার বিশ্বাস। তাইতো পরিবারের পরামর্শ উপেক্ষা করে মাঠ মাতিয়ে যেতে চান তিনি।
একটা সময় থামতে হবে, তা ভালো করেই জানেন রোনালদো। তবে ক্যারিয়ারে গোলের সংখ্যা চার অংকে পৌঁছানো বা এক হাজার গোল করার আগে তিনি থামতে চান না।
আন্তর্জাতিক ফুটবলে ২২৩ ম্যাচে ১৪১ গোল করেছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে যে কোনো খেলোয়াড়ের এটাই সর্বোচ্চ গোল। এদিকে বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ার হাতছানি তার সামনে। বর্তমানে ৩৯ গোল নিয়ে তিনি যুগ্মভাবে শীর্ষে রয়েছেন। এই সংখ্যাকে আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে। আগামী ১৪ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ে তার দেশ আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। এ ম্যাচে একটা গোল পেলেই তিনি আন্তর্জাতিক ফুটবলে যেমন সর্বোচ্চ গোলদাতা হয়ে আছেন তেমনি বিশ্বকাপ বাছাইয়ে এককভাবে সর্বোচ্চ গোলদাতার কীর্তি গড়বেন।
ক্লাব ও জাতীয় দলের হয়ে বর্তমানে তার মোট গোল ৯৪৬। আল নাসরের এ মৌসুমে ছয় ম্যাচে করেছেন পাঁচ গোল। বর্তমান ক্লাবটির সঙ্গে এরই মধ্যে চুক্তির মেয়াদও বাড়িয়েছেন। ২০২৭ সালের জুন পর্যন্ত এ ক্লাবের হয়ে লড়বেন তিনি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















