হাত দিয়ে গোল করে আলোচনায় ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমার। রোববার সান্তোস-বোতাফোগো ম্যাচে ৭৫ মিনিটে হাত দিয়ে গোল করেছিলেন নেইমার। তবে ঘটনাটি মোটেও নেইমারের জন্য স্বস্তিদায়ক ছিল না। সঙ্গে সঙ্গে কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কৃত হন।
হাত দিয়ে গোল করার ব্যাখ্যায় নেইমার বলেন, গোল করতে মরিয়া হয়ে উঠলে কখনো কখনো আমরা ভুল করি। ম্যাচে যা হয়েছে তার জন্য আমি সতীর্থ ও ভক্তদের কাছে ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করে দিন। লাল কার্ড না পেলে আমরা নিশ্চিতভাবেই ৩ পয়েন্ট পেতাম। এই ৩ পন্টে আমার হিসাবে রাখা হোক।’
আল হিলাল থেকে এসে নেইমার সান্তোসের সঙ্গে চুক্তি করেন। এই চুক্তির মেয়াদ আগামী ৩০ জুন। সান্তোসের এ মাসে একটি ম্যাচ বাকি রয়েছে। কিন্তু লাল কার্ড থাকায় নেইমার এ ম্যাচে খেলতে পারবেন না। যার অর্থ নেইমারের সান্তোস পর্ব শেষ। অবশ্য নতুন চুক্তি হলে ভিন্ন কথা। সান্তোসের সঙ্গে নেইমারের চুক্তির বিষয়ে আপাতত কোনো দিক থেকে নড়াচড়া নেই।
