ইংলিশ প্রিমিয়ার লিগে লিস্টার সিটির হয়ে খেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। বর্তমানে ধারে খেলছেন ওয়াটফোর্ডে। তাঁর বাংলাদেশ জাতীয় দলে খেলা নিয়ে চলছে আলোচনা। আজ ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য দল ঘোষণা পরবর্তী সংবাদ সম্মেলনে উঠেছিলো তাঁর প্রসঙ্গ।
জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এই প্রসঙ্গে সরাসরি বলেছেন, ‘আমার চেয়ে ফেডারেশন এবং ম্যানেজমেন্ট এই ব্যাপারে ভালো তথ্য দিতে পারবে। আমার কাছে বিষয়টি এখনো প্রাসঙ্গিক নয় কারণ সে এখন আমাদের হয়ে খেলছে না। এরপরও হয়তো সামনে তার মতো কেউ আমাদের হয়ে খেলতে পারে।’
হামজা চৌধুরী, কানাডার সামিত সোমসহ আরো কয়েকজন প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার নিয়ে আলোচনা চলছে দেশের ফুটবলাঙ্গনে। তাঁদের নিয়ে কোনো তালিকা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে জাতীয় দলের এই স্প্যানিশ কোচ জানান, ‘আমার কাছে এ রকম কোনো তালিকা নেই। আমি মনে করি, আমাদের হামজার ব্যাপারে খুব ইতিবাচক হওয়া উচিত।’
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলতে হলে জন্ম নিবন্ধন ও পাসপোর্ট থাকতে হয়। হামজার এর কোনোটিই নেই বলে জানিয়েছে ফেডারেশন। এমনকি তিনি ইংল্যান্ড যুব দলের হয়ে খেলায় তাঁদের ফুটবল ফেডারেশন থেকে একটি ছাড়পত্র প্রয়োজন। সেটিও এখনো পাওয়া যায়নি।
সেই ছাড়পত্র পেলে বাফুফে তাঁর বাংলাদেশের হয়ে খেলার অনুমতির জন্য ফিফায় আবেদন করবে। ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তের পরেই তিনি খেলার জন্য যোগ্য বিবেচিত হবেন। তাই বলাই যায় এখনো অনেক আনুষ্ঠানিকতাই বাকী।