বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ফুটবল খেলার সকল আনুষ্ঠানিকতা শেষ করলেন বাংলদেশী বংশোদ্ভুত ব্রিটিশ ফুটবলার হামজা চৌধুরী। ২৬ বছর বয়সি এই ফুটবলার শুক্রবার লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে তার পাসপোর্ট সংগ্রহ করেছেন। মাসখানের আগে পাসপোর্ট আসলেও লেস্টার সিটির হয়ে প্রাক মৌসুমে ব্যস্ত থাকার কারণে পাসপোর্ট সংগ্রহ করতে পারছিলেন না। পাসপোর্টের জন্য প্রথম দফায় ব্যর্থ হয়ে দ্বিতীয় দফায় গত ৬ জুন আবেদন করেন হামজা।
হামজার পাসপোর্ট গ্রুহণের বিষয়টি বাংলাদেশ ফুটবলের জন্য অনেক বড় সুখবর হয়ে এসেছে। এদিকে, বাংলাদেশ দলের বর্তমান অধিনায়ক জামাল ভূইয়া আসন্ন প্রিমিয়ার লিগ মৌসুমে কোন দলেই ডাক পাননি।
ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে লেস্টার সিটির হয়ে খেলেন হামজা। ইউরোপের শীর্ষ পর্যায়ের লিগে খেলা কোন খেলোয়াড় এই প্রথম বাংলাদেশের জার্সিতে খেলতে যাচ্ছেন। লম্বা সময় ধরে বাংলাদেশ দলের নেতৃত্ব দেয়া জামাল ভূইয়া খেলেতেন ডেনমার্কের তৃতীয় বিভাগের একটি ক্লাবে। আরেক ফুটবলার তারিক কাজী খেলতেন ফিনল্যান্ডে।
বাংলাদেশের জার্সিতে খেলতে চাওয়া হামজা দেওয়ান চৌধুরী ওরফে হামজা চৌধুরিকে ঝক্কিটাও কম পোহাতে হয়নি। গত ৬ জুন লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে বাংলাদেশী পাসপোর্টের জন্য আবেদন করেন হামজা।
এর আগে ১৪ মে পাসপোর্টের আবেদন করতে গেলেও তা সম্পন্ন করতে পারেননি। নটিংহ্যাম ফরেস্টে বাস করা হামজা অনলাইনে আবেদন করে বাকি কাজ সম্পন্ন করতে লন্ডনে যান। কিন্তু ওইদিন আর তা শেষ করতে পারেন নি। ফলে ক্ষোভ নিয়েই হাইকমিশন ছাড়েন হামজা। বিষয়টি নিয়ে বাফুফে ও লন্ডনস্থ কমিশনের মধ্যে শোরগোলও হয়েছে।
আগামী মাসেই ফিফা উইন্ডোতে বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে হামজাকে। ২ থেকে ১০ সেপ্টেম্বর ভুটানের মাটিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এই ম্যাচ দুটি দেশের মাটিতে খেলার আগ্রহ ছিলো বাংলাদেশের। কিন্তু দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সেখান থেকে সরে এসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।