ঢাকায় আসছেন হামজা: নেপাল ও ভারতের বিপক্ষে ম্যাচ ঘিরে উত্তেজনা

হামজা

ঢাকায় আসছেন হামজা : ফুটবলপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস

বাংলাদেশ ফুটবলে এখন উন্মাদনার তুঙ্গ মুহূর্ত। আন্তর্জাতিক ম্যাচ সামনে রেখে দেশের ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন লাল-সবুজের যোদ্ধাদের খেলা দেখার জন্য। বিশেষ করে লাল সবুজের জার্সিতে মাঠে নামছেন ইংলিশ ক্লাব লেস্টার সিটির তারকা ফুটবলার হামজা চৌধুরী। যাকে ঘিরে প্রত্যাশা এখন আকাশছোঁয়া , আজ (সোমবার) ঢাকায় আসছেন হামজা , সামনে নেপাল ও ভারতের বিপক্ষে দুই গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগমনে ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল।

হামজা

আগামী ১৩ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৮ নভেম্বর একই ভেন্যুতে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে গ্রুপ-সি’র শেষ ম্যাচে প্রতিপক্ষ ভারত। যদিও দুই দলেরই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত, তারপরও মর্যাদার লড়াইয়ে ম্যাচটি গুরুত্ব পাচ্ছে বাড়তি মাত্রায়। প্রথম লেগে সিকিমে গোলশূন্য ড্রয়ের পর এবার ঘরের মাঠে পূর্ণশক্তির দল নিয়ে ভারতকে চ্যালেঞ্জ জানাতে মুখিয়ে স্বাগতিকরা।

এই ম্যাচগুলো সামনে রেখে আজ (সোমবার) ঢাকায় পৌঁছাবেন লেস্টার সিটির ডিফেন্ডার হামজা চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের টিম ম্যানেজার আমের খান। তিনি জানিয়েছেন,

হামজা সোমবার দুপুরে ঢাকায় নামবে। আর শমিত সোম আসবে ১১ নভেম্বর রাত ১২টার দিকে।

বর্তমানে জাতীয় ফুটবল দলের অনুশীলন চলছে বসুন্ধরা কিংস অ্যারেনায়। কারণ, জাতীয় স্টেডিয়ামে চলছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। কোচ হাভিয়ের ক্যাবরেরা তাই খেলোয়াড়দের নিয়ে বসুন্ধরায়ই প্রস্তুতি সারছেন ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য।

বাংলাদেশ এখন পর্যন্ত এশিয়ান কাপ বাছাইপর্বে চার ম্যাচে জয়হীন। দুই ড্র ও দুই পরাজয়ে বাছাইয়ের আশা প্রায় শেষ। গত ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ১–১ গোলে ড্রয়ের পর কার্যত বিদায় নিশ্চিত হয় লাল-সবুজের। ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচটি হবে দলের পঞ্চম ও শেষ বাছাই লড়াই।

গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে ম্যাচ দিয়েই বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় হামজা চৌধুরীর। এরপর থেকে তিনি পাঁচ ম্যাচে দুটি গোল করেছেন ও একটি করিয়েছেন।

বাংলাদেশের মাটিতে হামজাকে ঘিরে এখন প্রত্যাশা তুঙ্গে। দেশের দর্শকরা অপেক্ষা করছেন আবারও যেন দেখা যায় সেই আগ্রাসী পারফরম্যান্স, যা একসময় প্রিমিয়ার লিগের মাঠ কাঁপিয়েছে। নেপাল ও ভারতের বিপক্ষে ম্যাচ দুটি তাই শুধু দুটি খেলা নয়, বরং বাংলাদেশের ফুটবলের বর্তমান উন্মাদনাকে আরও উজ্জ্বল করে তুলবে।

Exit mobile version