অবশেষে নিজের হারানো ছন্দ ফিরে পেলেন ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার ! সবশেষ ৭ ম্যাচে ৩ গোল, ৩ অ্যাসিস্ট! আর ৪ ম্যাচে হয়েছে ম্যাচ সেরা! হাঁ.. তিনি আর কেউ নয়। বলছিলাম নেইমার জুনিয়ারের কথা!
নিজের হারানো ছন্দ ফিরে পেয়েই ভক্তদের উদ্দেশ্য দিলেন নতুন বার্তা! চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। এমনকি আল হিলালে যোগ দেওয়ার পর দলটির হয়ে দেড় বছরে খেলতে পেরেছিলেন মাত্র ৭ ম্যাচ।
শেষ পর্যন্ত সৌদি আররের ক্লাব আল হিলাল তাঁকে ছেড়ে দিলে নেইমার ফিরে আসেন শৈশবের ক্লাব সান্তোসে। আর ব্রাজিলিয়ান ক্লাবটির হয়ে মাঠে নেমে এক মাসের মধ্যে ৭ ম্যাচ খেলা হয়ে গেছে তাঁর। যার মধ্যে ৬টিতে তিনি একাদশে থেকে শুরু করেন, অন্যটিতে নামেন বদলি
একাদশে থাকা ৬ ম্যাচের ৪টিতেই আবার ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন নেইমার। যার সর্বশেষ ম্যাচটি ছিল সোমবার সকালে ব্রাগান্তিনোর বিপক্ষে। ক্যাম্পেওনাতো পলিস্তার কোয়ার্টার ফাইনালের ম্যাচটিতে সান্তোস জিতেছে ২–০ গোলে।
দলের হয়ে প্রথম গোল করেন নেইমার। এছাড়া অন্য গোলটি জোয়াও শামিথের। ভিলা বেলমিরোতে নেইমার সান্তোসকে এগিয়ে দেন ম্যাচের ৯ মিনিটে। আগের ম্যাচে কর্নার থেকে সরাসরি অলিম্পিক গোল করা নেইমার এবারের গোলটি করেছেন সরাসরি ফ্রি–কিক থেকে।
মাঠের ডান প্রান্তে প্রতিপক্ষ বক্সের বাইরে ফ্রি–কিক পায় সান্তোস। আর স্পট কিক থেকে সরাসরি গোল করেন ব্রাজিলিয়ান তারকা। এটি সান্তোসের হয়ে নেইমারের টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে তৃতীয় গোল। এ ছাড়া আরও তিন গোলে সহায়তাও করেছেন তিনি।
লম্বা সময় মাঠের বাইরে থাকা নেইমারের কাছে এমন দুর্দান্তভাবে ফেরাটা স্বপ্নের মতোই মনে হচ্ছে। তাই তো ম্যাচ শেষে ইনস্টাগ্রামে নিজের একাধিক ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আমাকে এই স্বপ্ন থেকে জাগাবেন না।’ এখন সেটাই দেখার অপেক্ষা! ব্রাজিলের এই তারকার স্বপ্নটা কোথায় গিয়ে থামে।