ঘরোয়া লিগে জয়ের শতভাগ রেকর্ড ধরে রাখতে না পারলেও অপরাজিত থাকার তকমাটা ঠিকই ধরে রেখেছিল বায়ার্ন মিউনিখ। শনিবার সেই তকমা হাতছাড়া হয়েছে বায়ার্ন মিউনিখের। অ্যাওয়ে ম্যাচে ২-১ গোলে হেরেছে তারা মেইঞ্জের কাছে। মেইঞ্জের হয়ে জোড়া গোল করেছেন দক্ষিণ কোরিয়ার লি জে সাং।
বিরতির চার মিনিট আগে লি জে সাং গোল করে মেইঞ্জকে এগিয়ে নেন। ৩২ বছর বয়সী দক্ষিণ কোরিয়ার এ স্ট্রাইকার ৬০ মিনিটের সময় আবার স্কোরশিটে নাম লিখিয়ে বায়ার্নকে চমকে দেন। ম্যাচের শেষ বাঁশি বাজার তিন মিনিট আগে লেরয় গোল করে ব্যবধান কমান তিনি।
কোচ ভিনসেন্ট কোম্পানির অধীনে লিগে বায়ার্ন মিউনিখের এটা প্রথম হার। অথচ গত সপ্তাহে তিনি অপরাজিত থাকার কীর্তি গড়ে রেকর্ড বুকে স্থান করে নিয়েছিলেন। বুন্দেসলিগার ইতিহাসে তৃতীয় দল হিসেবে প্রথম ১৩ ম্যাচে অপরাজিত থাকার কীর্তি গড়েন তিনি।
এই হারের ফলে একটা অস্বস্তি নিয়ে বিরতিতে যাচ্ছেন কোম্পানি। সেই সঙ্গে খেলোয়াড়রা। শীতকালীন ছুটিতে যাচ্ছে বুন্দেসলিগা। তিন সপ্তাহের বিরতি বুন্দেসলিগায়।
হার সত্ত্বেও বায়ার্ন মিউনিখ শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ৩৩। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে বায়ার লেভারকুজেন দ্বিতীয় স্থানে রয়েছে।