জোড়া গোল করেছেন আর্লিং হালান্ড। তারপরও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর বিপক্ষে জয়ের দেখা পায়নি ম্যানচেস্টার সিটি। ২-২ গোলে ড্র নিয়ে সন্তুষ্টা থাকতে হয়েছে। দুইবার পিছিয়ে পড়েও মোনাকো খেলায় ফিরে ম্যানসিটির কাছ থেকে পয়েন্ট কেড়ে নিয়েছে।
আর্লি হালান্ড তার উভয় গোলই প্রথমার্ধে করেন। তার জোড়া গোলের সুবাদে দুইবার ম্যানসিটি এগিয়ে যায়। হালান্ড প্রথম গোলের দেখা পান ১৫তম মিনিটে। কিন্তু এ গোলের আনন্দ খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। একইভাবে এই গোলের ভার বেশিক্ষণ বইতে হয়নি স্বাগতিক মোনাকোকে। মাত্র তিনি মিনিটের মধ্যে মোনাকো গোল করে খেলায় ফিরে আসে।
বিরতির বাঁশি বাজার আগ মুহুর্তে ম্যানসিটি আবার এগিয়ে যায়। এবারও গোল করেন হালান্ড। ৫০ ম্যাচে এটা ছিল হালান্ডের ৫২তম গোল।এ গোল নিয়েই ম্যানসিটি জয়ের স্বপ্ন দেখছিল। জয়ের সুবাসও পাচ্ছিল। কেননা খেলা তখন শেষের পথে। নির্ধারিত সময়ের খেলা শেষ হয়ে তখন মাত্র এক মিনিট বাকি। এমন সময়ে পেনাল্টি পায় মোনাকো। ম্যাচের ফেরার এমন সহজ সুযোগ কাজে লাগাতে মোটেও ভুল করেননি ইরিক ডায়ার। পেনাল্টি থেকে গোল করে ম্যানসিটির মুখের হাসি কেড়ে নেন তিনি।
তবে দুর্ভাগ্য কম নয় ম্যানসিটির। ৭২ মিনিটে তারা ব্যবধান বাড়িয়ে নিতে পারতো। কিন্তু ক্রসবার তাদের সামনে প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়। এছাড়া ইনজুরিও একটা সমস্যা হয়ে দেখা দেয়। বার্নলির বিপক্ষে ৫-১ গোলের জয়ের ম্যাচে মাঠে ছিলেন না রদ্রি। এ ম্যাচে ফিরেছিলেন। কিন্তু হাঁটুর ব্যথার কারণে তাকে মাঠ থেকে বের হয়ে যেতে হয়।
