আর্লিং হালান্ড ও জেরেমি ডোকুর গোলের সুবাদে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দারুণ সূচনা হয়েছে ম্যানচেস্টার সিটির। ২-০ গোলে তারা হারিয়েছে বেশিরভাগ সময় ১০ জন নিয়ে খেলা ইতালিয়ান ক্লাব নাপোলিকে। ম্যানসিটি তাদের গোল দুটো পায় দ্বিতীয়ার্ধে। আর প্রথমার্ধের ২১ মিনিটে নাপোলির জিওভান্নি ডি লোরেঞ্জো লাল কার্ড দেখে বহিষ্কৃত হন।
এদিকে এক কীর্তি গড়েছেন ম্যানসিটির নরওয়ের তারকা আর্লি হালান্ড। এ ম্যাচে তিনি চ্যাম্পিয়ন্স লিগে গোলের সংখ্যা হাফ সেঞ্চুরিতে নিয়ে গেছেন। ২৫ বছর বয়সী হালান্ড মাত্র ৪৯ ম্যাচে এ মাইলফলকে পৌঁছেছেন। গড়েছেন নতুন রেকর্ড। এর আগে এ কীর্তি ছিল রুদ ফন নিস্তেলরয়ের। ৬২ ম্যাচে তিনি প্রথম ৫০ গোল করেছিলেন।
ম্যানসিটি সমর্থকদের জন্য এ রাতটি ছিল এক অন্যরকম রাত। কেভিন ডি ব্রুইন ম্যানসিটি ছেড়ে যাওয়ার পর এটা ছিল ইত্তিহাদ স্টেডিয়ামে প্রথম ফেরা। ম্যানসিটি সমর্থকরা তাকে নায়কের মতো সম্মান জানিয়েছে। তবে মাঠে বেশিক্ষণ তার থাকা হয়নি। ডি লোরেঞ্জো লাল কার্ড পাওয়ার পর কৌশলগত কারণে নাপোলি কোচ তাকে মাঠ থেকে তুলে নেন।
৫৬ মিনিটে হালান্ডের করা গোলটির রূপকার ছিলেন ফিল ফোডেন। তার লব করা বলে হালান্ড হেড করে জালে ফেলেন। ডোকুর গোলটি ছিল চোখে লেগে থাকার মতো। ৬৫ মিনিটে বক্সের বাইরে থেকে বল পেয়ে নাপোলির বক্সের মধ্যে ঢোকার সময় তিন খেলোয়াড়ও তাকে থামাতে পারেনি। মূলত ২১ মিনিট থেকে একজন কম নিয়ে খেলায় নাপোলির ওপর চেপে বসার সুযোগ পায় ম্যানসিটি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















