ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন কীর্তি গড়েছেন ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে প্রথম তিন মৌসুমে অন্তত ২০ গোল করার কীর্তি গড়েছেন তিনি। বুধবার রাতে তারা করা গোলের সুবাদে টটেনহাম হস্পারকে হারিয়েছে ম্যানসিটি। ১-০ গোলে জয় পেয়েছে তার দল।
এ জয়ের ফলে ম্যানচেস্টার সিটি চতুর্থ স্থানে উঠে এসেছে। ২৭ ম্যাচ থেকে তাদের পয়েন্ট ৪৭। ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল। ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল।
ইনজুরির কারণে আগের ম্যাচে খেলতে পারেননি হালান্ড। সে ম্যাচে ম্যানসিটি ২-০ গোলে লিভারপুলের কাছে হেরে যায়। মাঠে ফিরেই দ্বাদশ মিনিটে গোলের দেখা পান হালান্ড। এ গোলের সুবাদে প্রিমিয়ার লিগে হালান্ডের মোট গোলের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ গোল। ৯২ ম্যাচে এই গোল করেছেন তিনি।
হালান্ডের আগে প্রিমিয়ার লিগের প্রথম তিন মৌসুমের প্রত্যেক মৌসুমে অন্তত ২০ গোল করার কীর্তি গড়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের রুদ ফন নিস্তেলরয়। ২০০১-০২ থেকে ২০০৩-০৪ মৌসুমে এই কীতি গড়েছিলেন তিনি।