অসুস্থতার কারণে ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে। পেটের সমস্যায় ভুগছিলেন। এ কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। তবে দ্বিতীয় ম্যাচে তিনি মাঠে নামবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
এমবাপ্পের অসুস্থতা সম্পর্কে রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানিয়েছে, কিলিয়ান এমবাপ্পে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। সে ক্যাম্পে ফিরেছে। তবে তার চিকিৎসা অব্যাহত থাকবে। অবস্থার উন্নতি হলে দলের সঙ্গে যোগ দেবে।
গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে এমবাপ্পে সব প্রতিযোগিতায় ৪৩টি গোল করেছেন। তবে দলকে কোনো বড় ধরণের ট্রফি এনে দিতে ব্যর্থ হয়েছেন।
নতুন কোচ জাবি আলোনসোর অধীনে রিয়াল মাদ্রিদের এটা প্রথম টুর্নামেন্ট। তাদের শুরুটা ভালো হয়নি। কিলিয়ান এমবাপ্পের পরিবর্তে তরুণ তারকা গঞ্জালো গার্সিয়া আক্রমণভাগের দায়িত্ব নিতে হয়েছিল। সে দায়িত্ব দারুণভাবে পালন করেছিলেন তিনি। গোল করেন তিনি। তবে আল হিলালের রুবেন নেভেস গোল করে পয়েন্টে ভাগ বসায়।