হুলিয়ান আলভারেজের জোড়া গোল

লা লিগা

হুলিয়ান আলভারেজ

লা লিগায় শিরোপার নিষ্পত্তি আগেই হয়েছে। বার্সেলোনা চ্যাম্পিয়ন, রিয়াল মাদ্রিদ দ্বিতীয়। তৃতীয় স্থানের জন্য প্রতিদ্বন্দ্বিতায় ছিল অ্যাতলেতিকো মাদ্রিদ ও অ্যাথলেটিক ক্লাব। গত রাতে অ্যাতলেতিকো মাদ্রিদ ৪-১ গোলে রিয়াল বেতিসকে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করেছে। ৩৭ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৭৩। শীর্ষে থাকা বার্সেলোনার সংগ্রহ ৮৫। রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৮১।

অ্যাতলেতিকো মাদ্রিদের এ জয়ে জোড়া গোল করেছেন হুলিয়ান আলভারেজ। অন্য দুই গোল করেন রবিন লি নোমান্ড ও অ্যাঞ্জেল কোরে।

ম্যাচের প্রায় শুরুতেই আলভারেজ গোল করে দলকে এগিয়ে নেন। দশম মিনিটে গোল করেন তিনি। বিরতির আগেই ব্যবধান দ্বিগুন করেন নোমান্ড। ৭৫ মিনিটে আলভারেজ আবার স্কোরশিটে নাম লেখান। শেষ বাঁশি বাজার আগ মুহুর্তে গোল সংখ্যা চারে রূপ দেন অ্যাঞ্জেল কোরে।

এদিন অনুষ্ঠিত অন্য ম্যাচে রিয়াল মাদ্রিদ ২-০ গোলে সেভিয়াকে হারিয়েছে। কিলিয়ান এমবাপ্পে ও জুডে বেলিংহাম গোল করেন। তবে হেরে গেছে শিরোপা জয়ী বার্সেলোনা, ভিয়ারিয়ালের কাছে ৩-২ গোলে হেরেছে তারা। লামিনে ইয়ামাল ও ফারমিন লোপেজ গোল করেন। ভিয়ারিয়ালের হয়ে গোল করেন পেরেজ, কোমেসাহা ও তাজন বুচানান। এ জয়ের ফলে ভিয়ারিয়ালের পঞ্চম স্থান নিশ্চিত হয়েছে, সে সঙ্গে নিশ্চিত হয়েছে চ্যাম্পিয়ন্স লিগে খেলা।

Exit mobile version