হুলিয়ান আলভারেজের হ্যাটট্রিকে জয় আতলেতিকোর

লা লিগা

হুলিয়ান আলভারেজের হ্যাট্রট্রিকে লা লিগায় নাটকীয় জয় পেয়েছে আতলেতিকো মাদ্রিদ। নিজেদের মাঠের খেলায় বুধবার রাতে তারা ৩-২ গোলে হারিয়েছে রায়ো ভায়েকানোকে।

শুরুতে গোল করলেও এক পর্যায়ে ২-১ গোলে পিছিয়ে পড়েছিল আতলোতিকো। শেষ পর্যন্ত ৮০ ও ৮৮ মিনিটে আলভারাজের দুই গোলের সুবাদে আতলেতিকো ৩-২ ব্যবধানে জয় পায়।

১৫ মিনিটে আলভারেজ প্রথম গোলটি করেন। বিরতির আগেই রায়ো ভায়েকানো খেলায় ফিরে আসে। পেপ চাভারিয়া ইনজুরি সময়ের প্রথম মিনিটে গোল করেন। দ্বিতীয়ার্ধে আবার গোল পায় রায়ো ভায়েকানো। ৭৭ মিনিটে আলভারো গার্সিয়া করেন গোলটি। ২-১ গোলে পিছিয়ে থেকে হারের শঙ্কায় তখন আতলেতিকো। এ সময়ে জ্বলে উঠলেন আলভারেজ। ৮০ ও ৮৮ মিনিটে পরপর দুই গোল করে একদিকে হ্যাটট্রিক পূর্ণ করলেন, অন্যদিকে দলকে এনে দিলেন জয়।

তবে পয়েন্ট টেবিলে আতলেতিকোর অবস্থা বেশ নাজুক। ৬ ম্যাচে ৯ পয়েন্ট। কোনো মতে শীর্ষ দশে টিকে রয়েছে তারা। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। এবারের লা লিগায় একমাত্র শতভাগ জয় পাওয়া দল তারা। এরই মধ্যে বার্সেলোনাও পয়েন্ট হারিয়েছে। ৫ ম্যাচে তাদের পয়েন্ট ১৩, আছে দ্বিতীয় স্থানে।

Exit mobile version