হেরেই গেল প্যারিস সেন্ত জার্মেই

বিশ্ব ক্লাব কাপ

বিশ্ব ক্লাব কাপে উড়ন্ত সূচনা করেছিল প্যারিস সেন্ত জার্মেই। স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদকে গোল বন্যায় ভাসিয়েছিল। দ্বিতীয় ম্যাচে এসে বড় ধাক্কা খেয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়নরা। বোতাফোগোর কাছে হেরে গেছে দলটি। ১-০ গোলে জয় পেয়েছে বোতাফোগো।

এ জয়ের ফলে ‘বি’ গ্রুপে পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে বোতাফোগো। দুই ম্যাচ থেকে দুই ম্যাচেই জয় তাদের। প্যারিস সেন্ত জার্মেই দ্বিতীয় স্থানে নেমে এসেছে।

বোতাফোগা জয়সূচক একমাত্র গোলটি পায় প্রথমার্ধের শেষ সময়ে। ৩৬ মিনিটে গোল করেন ইগর জেসাস। বোতাফোগোর এ জয়ে দলটির গোলরক্ষকব জনের অবদান কম নয়। দুই দুইবার তিনি দলকে বড় ধরণের বিপদ থেকে রক্ষা করেন।

প্যারিস সেন্ত জার্মেইয়ের গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমাকে কঠিন সময় পার করতে হয়েছে। দিতে হয়েছে কঠিন পরীক্ষা। তিনবার তিনি দলকে রক্ষা করেছেন।

Exit mobile version