কানাডিয়ান প্রিমিয়ার লিগে এবার প্যাসিফিকের কাছে হারলো শমিত সোমের ক্যাভালরি এফসি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ইনজুরির কারণে যোগ করার সময়ের দ্বিতীয় মিনিটে স্বাগতিক দলের হয়ে স্কোর শিটে নাম তোলেন বদলি হিসেবে মাঠে নামা মিডফিল্ডার সিন ইয়াং। ফলে ১-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় সফরকারী ক্যাভালরি এফসি কে।
এই ম্যাচে অবশ্য মাঠে নামার সুযোগ হয়নি বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার শমিত সোমের। সমান ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ফোর্জ এফসি। ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অ্যাটলেটিকো। ক্যাভালরির বিপক্ষে জয় পেলেও ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে আছে প্যাসিফিক।
আট দলের কানাডিয়ান প্রিমিয়ার লিগে প্রতিটি দলেই তিনবার করে একে অপরের মুখোমুখি হয়। শিরোপা দৌড়ে একটা সময় ভালো অবস্থানে থাকলেও ক্রমেই পিছিয়ে পড়ছে শমিত সোমের ক্যাভালরি। এখনো পর্যন্ত টেবিলের তিনে থাকলেও শীর্ষে থাকা ফোর্জের বিপক্ষে ১২ পয়েন্টে পিছিয়ে আছে ক্যাভালরি।
